Snake Bite Awerness: সাপের কামড়ের সচেতনতায় সাইকেলে ৪ দেশে

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 31, 2023 | 5:07 PM

প্রতি বছর সাপের কামড়ের ঘটনা ঘটে বাংলার বিভিন্ন জেলায়। একই ঘটনা ভারতের প্রতিবেশী নেপাল, ভুটান আর বাংলাদেশের গ্রামে, গঞ্জে আর মফঃস্বলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর লক্ষ্য ২০৩০ এর মধ্যে সর্প দংশনে মৃত্যুর হার অর্ধেক করা। সুন্দরবনের ক্যানিং থেকে সাইকেল চালিয়ে ওঁরা চলেছেন তিন দেশে।

প্রতি বছর সাপের কামড়ের ঘটনা ঘটে বাংলার বিভিন্ন জেলায়। একই ঘটনা ভারতের প্রতিবেশী নেপাল, ভুটান আর বাংলাদেশের গ্রামে, গঞ্জে আর মফঃস্বলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর লক্ষ্য ২০৩০ এর মধ্যে সর্প দংশনে মৃত্যুর হার অর্ধেক করা। সুন্দরবনের ক্যানিং থেকে সাইকেল চালিয়ে ওঁরা চলেছেন তিন দেশে।

পথে পড়ছে যেসব গ্রাম জনপদ আর মফস্বল সেখানেই সাপে কামড়ানোর সচেতনতা শিবির করেছেন ওঁরা। সাপে কামড়ালে রোগীর জন্য প্রথম এক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। সর্পদংশনের রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে জীবন রক্ষা হয়। ক্যানিংয়ের যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থার সদস্য তুষার ও সুদীপ্ত খুলনা মেডিকেল কলেজে করেছেন সচেতনতা শিবির।

ভারত ছাড়া প্রতিবেশী তিনটি দেশে এই ধরনের উদ্যোগ সেই দেশের মানুষদের যথেষ্ট নাড়া দিয়েছে। নেপালে মেডিসিনের অধ্যাপক সঞ্জীব এই সাইকেল যাত্রার প্রয়োজনীয়তার কথা বলছেন।