Fertilizer Black Marketing: রাসায়নিক সারেও এবার কালোবাজারি!
শীতের শুরু এখন জমিতে আলু এবং সরষে লাগানোর সময়, আলু চাষে অধিক পরিমাণে রাসায়নিক সার প্রয়োজন হয়,রাসায়নিক সার বিক্রিতে চলছে কালোবাজারি। কৃষকদের অভিযোগ প্রিন্ট রেট থেকে বেশি দামে কিনতে হচ্ছে রাসায়নিক সার ফলে আর্থিক সমস্যার মধ্যে পড়ছেন কৃষকেরা, দেওয়া হচ্ছে না পাকা রশিদ। সমবায় সমিতির কর্মীদের সাফাই আড়তদারের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে রাসায়নিক সার তাই কৃষকদের কাছেও বেশি দাম নিতে হচ্ছে
সরকারি ভর্তুকি দেওয়া রাসায়নিক সারের কালোবাজারি,প্রিন্ট রেটের থেকে ১৫০,২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি দাম নেওয়া হচ্ছে ,দেওয়া হচ্ছে না পাকা রশিদ। অভিযোগ ঘাটালের দীর্ঘগ্রাম, খড়গপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিরুদ্ধে।
শীতের শুরু এখন জমিতে আলু এবং সরষে লাগানোর সময়, আলু চাষে অধিক পরিমাণে রাসায়নিক সার প্রয়োজন হয়,রাসায়নিক সার বিক্রিতে চলছে কালোবাজারি। কৃষকদের অভিযোগ প্রিন্ট রেট থেকে বেশি দামে কিনতে হচ্ছে রাসায়নিক সার ফলে আর্থিক সমস্যার মধ্যে পড়ছেন কৃষকেরা, দেওয়া হচ্ছে না পাকা রশিদ।
সমবায় সমিতির কর্মীদের সাফাই আড়তদারের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে রাসায়নিক সার তাই কৃষকদের কাছেও বেশি দাম নিতে হচ্ছে।
কৃষকদের কাছে রাসায়নিক সারের বেশি দাম নেওয়ার জন্যই দিতে পারছেন না পাকা রশিদ অর্থাৎ চুরি ঢাকতেই চিরকুটে বিল করে রাসায়নিক সার বিক্রি হচ্ছে। এমনকি সংবাদমাধ্যমে প্রতিনিধিরা এই খবর করতে গেলে সমবায় সমিতির এক কর্মী সংবাদমাধ্যমের সাথে দুর্ব্যবহার করে।
এই বিষয়ে ঘাটাল মহকুমা কৃষি আধিকারিক শ্যামাপদ সাঁতরা, অবশ্য পষ্ট জানিয়েছেন কোনভাবেই প্রিন্ট রেট থেকে বেশি দাম নেওয়া যাবে না, শুধু তাই নয় পাকা রশিদ ও দিতে হবে কৃষকদের।