Durgapur: নামেই হাসপাতাল, কিছুই নেই!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 11, 2023 | 8:51 PM

Hospital: গত এক বছরে হাসপাতালের পরিকাঠামো উন্নত হলেও বিশেষজ্ঞ চিকিৎসক, টেকনিশিয়ান ও স্বাস্থ্যকর্মীর অভাব আছে বলে জানিয়েছেন প্রদীপ মজুমদার ও কবি দত্ত।

দুর্গাপুর মহকুমা হাসপাতালে ইমারজেন্সী অবজারভেশন ইউনিটের উদ্বোধন হল শুক্রবার। উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত ও দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা । এছাড়াও ছিলেন হাসপাতালের সুপার ধীমান মন্ডল সহ বিশিষ্টজনেরা।
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে একটি বেসরকারি সংস্থার সিএসআর প্রজেক্টের প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যায়ে ইউনিটটি নির্মাণ করা হয়েছে। এই ইউনিটে জরুরী বিভাগের রোগীদের প্রাথমিক চিকিৎসা করা হবে। আপাতত ওই ইউনিটে ৫ টি শয্যা রয়েছে। রোগীদের আরও ভালো পরিষেবা দিতে এই উদ্যোগ বলে জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত।
গত এক বছরে হাসপাতালের পরিকাঠামো উন্নত হলেও বিশেষজ্ঞ চিকিৎসক, টেকনিশিয়ান ও স্বাস্থ্যকর্মীর অভাব আছে বলে জানিয়েছেন প্রদীপ মজুমদার ও কবি দত্ত।