Suri Panchayat Board: মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে…

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 11, 2023 | 7:00 PM

পঞ্চায়েত দখলের পর পঞ্চায়েতের ভেতর থেকে মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে দিয়ে সেখানে ভারতমাতার ছবি লাগানোকে চেষ্টাকে কেন্দ্র করে তুমুল বচসা তৃনমুল ও বিজেপির, পঞ্চায়েত থেকে বের হতে দেব না হুমকি তৃণমূলের।

পঞ্চায়েত দখলের পর পঞ্চায়েতের ভেতর থেকে মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে দিয়ে সেখানে ভারতমাতার ছবি লাগানোকে চেষ্টাকে কেন্দ্র করে তুমুল বচসা তৃনমুল ও বিজেপির, পঞ্চায়েত থেকে বের হতে দেব না হুমকি তৃণমূলের। হাতাহাতি হওয়ার উপক্রম , পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বীরভূমের সিউড়ীর কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গতকাল বীরভূমের কড়িধ্যা গ্রামপঞ্চায়েতের বোর্ড গঠন করে বিজেপি , প্রধান ও উপপ্রধান পদে বিজেপি শপথ নেওয়ার পর আজ পঞ্চায়েতের চেয়ারে বিজেপির প্রধান ও উপপ্রধান বসে। তারা এসে প্রধানের চেয়ারের উপর দেওয়াতে টাঙানো মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি সরিয়ে , ভারর মাতার ছবি লাগাতে যায়। তাতেই উত্তেজনার সৃষ্টি হয় পঞ্চায়েতের ভেতরে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা বচসায় জড়িয়ে পড়ে হাতাহাতি হওয়ার উপক্রম হয় ,সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।