Padma Setu News: এক বছরে বিপুল আয় পদ্মা সেতুর

Padma Setu News: এক বছরে বিপুল আয় পদ্মা সেতুর

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 03, 2023 | 8:18 PM

২৫ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনের দিনেই ২টি মোটরবাইক দুর্ঘটনার জেরে পদ্মা সেতুতে বন্ধ ছিল বাইক চলাচল। ২০ এপ্রিল, ২০২৩ থেকে আবার মোটরবাইক চলাচল শুরু হয় পদ্মা সেতুতে।

২৫ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনের দিনেই ২টি মোটরবাইক দুর্ঘটনার জেরে পদ্মা সেতুতে বন্ধ ছিল বাইক চলাচল। ২০ এপ্রিল, ২০২৩ থেকে আবার মোটরবাইক চলাচল শুরু হয় পদ্মা সেতুতে। দুমাসে মোটরবাইক থেকে পদ্মা সেতু দিয়ে বাইক পারাপার করেছে ৩,৩৮,৩২৭ টি। গত এক বছরে যান চলাচলে ৭৯৮,২৩,৯৬,৬৫০ টাকার টোল উঠেছে। গত এক বছরে যানবাহন চলেছে ৫৬,৮৮,৭৯৫ টি। দিনে ১৫,৫৮৬ টি করে যানবাহন পারাপার করেছে পদ্মা সেতু দিয়ে। দৈনিক গড়ে টোলের অঙ্ক ২,১৮,৬৯,৫৮০ টাকা। ১ বছরে ১৫,১০,২৯১ টি ব্যক্তিগত গাড়ি ও জিপ চলাচল করেছে সেতু দিয়ে। বাস পারাপার করেছে ১৫,১২,৬৪৬টি। ট্রাক চলেছে ১০,৫৬,০৪৮টি। মাইক্রো বাস চলেছে ৬,৯০,২২৭টি। পিক আপ ভ্যান চলেছে ৫,৫৩,০৫৯ টি। পণ্যবাহী ট্রেলার ২৮,১৯৭টি। পদ্মা সেতুর বর্ষপূর্তিতে এই তথ্য জানান বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাষ্ট্রপতি ছাড়া সবাইকে এই সেতু পেরোতে টোল ট্যাক্স দিতে হয়।