Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

International Museum Day: আন্তর্জাতিক জাদুঘর দিবসে বিড়লা মিউজিয়ামে খুলে গেল একটি নতুন গ্যালারি

International Museum Day: আন্তর্জাতিক জাদুঘর দিবসে বিড়লা মিউজিয়ামে খুলে গেল একটি নতুন গ্যালারি

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 18, 2023 | 7:30 PM

আন্তর্জাতিক জাদুঘর দিবসে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এবং টেকনোলজিক্যাল মিউজিয়ামে খুলে গেল একটি নতুন গ্যালারি। যোগাযোগের বিবর্তনের ইতিহাস, গ্যালারির দুটি ঘরে থরে থরে সাজানো। পোস্ট, টেলিগ্রাফি, টেলিফোনি ও রেডিওর আবিষ্কার এবং বিবর্তনের পথে উঠে আসা বিভিন্ন যন্ত্র ও তাদের কর্মপদ্ধতি ছাত্র-ছাত্রী ও আগ্রহীদের জন্য প্রদর্শিত হচ্ছে এখানে

সাংস্কৃতিক আদান-প্রদান ও সংস্কৃতিক উন্নতির গুরুত্বপূর্ণ মাধ্যম জাদুঘর। আন্তর্জাতিক জাদুঘর দিবসে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এবং টেকনোলজিক্যাল মিউজিয়ামে খুলে গেল একটি নতুন গ্যালারি। যোগাযোগের বিবর্তনের ইতিহাস, গ্যালারির দুটি ঘরে থরে থরে সাজানো। পোস্ট, টেলিগ্রাফি, টেলিফোনি ও রেডিওর আবিষ্কার এবং বিবর্তনের পথে উঠে আসা বিভিন্ন যন্ত্র ও তাদের কর্মপদ্ধতি ছাত্র-ছাত্রী ও আগ্রহীদের জন্য প্রদর্শিত হচ্ছে এখানে। তারই সঙ্গে রয়েছে গ্রামাফোন, আয়নোস্ফিয়ার রেকর্ডার, টেলিপ্রিন্টার এবং ম্যানুয়াল টেলিফোন। টেলিফোনের জনক গ্রাহাম বেলের আবিষ্কৃত লিকুইড ট্রান্সমিটার এবং ফায়ার অ্যালার্ম বক্সের একটি করে রেপ্লিকাও রয়েছে। রয়েছে রেলওয়ে সিগন্যালিং সিস্টেমের বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশ। প্রতিটি এক্সিবিটের সঙ্গে দেওয়া আছে একটি করে বারকোড। ওই কোড স্ক্যান করলে বাংলা ইংরেজি ও হিন্দিতে সমস্ত তথ্য নিমেষেই পাওয়া যাবে ফোনে। টেলি যোগাযোগ ও দূর সঞ্চারে ভারতের অগ্রগতির বিভিন্ন মাইলফলকও এই গ্যালারিতে রয়েছে। পড়ুয়ারা বিশেষতঃ ছোটরা আগ্রহী হবে এই ধরনের গ্যালারি দেখে। টাইটানিক ডুবে যাওয়ার সময় পাঠানো হয়েছিল বিপদ সংকেত। কিন্তু সেই সময়ে যোগাযোগ ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না। উন্নত হলে হয়ত প্রাণ বেঁচে যেত কিছু মানুষের। টরে টক্কার সেই সংকেত পাঠানোর দিন আজ অতীত। আজ চোখের নিমেষে যোগাযোগ স্থাপন করা যায় বিশ্বের বিভিন্ন স্থানে এমনকি মহাকাশেও, তবু ফিরে দেখাটা জরুরী। দোল এবং দীপাবলি ছাড়া প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মিউজিয়াম খোলা