Viral Video: জুতো ঘষে ঘুম ভাঙাল পুলিশ!
স্টেশনে ঘুমন্ত ব্যক্তির পায়ের উপরে জুতো দিয়ে বিশ্রী ভাবে ঘষছে পুলিশ। ঘুমন্ত ওই ব্যক্তির সঙ্গে এমন অসম্মানজনক আচরণ দুই জিআরপি পুলিশকর্মী। ঘটনা মথুরা রেলওয়ে স্টেশনের।
স্টেশনে ঘুমন্ত ব্যক্তির পায়ের উপরে জুতো দিয়ে বিশ্রী ভাবে ঘষছে পুলিশ। ঘুমন্ত ওই ব্যক্তির সঙ্গে এমন অসম্মানজনক আচরণ দুই জিআরপি পুলিশকর্মী। ঘটনা মথুরা রেলওয়ে স্টেশনের । ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। রেলের পুলিশকর্মী টর্চলাইট দিয়ে ঘুমন্ত মানুষটার মুখে আলো ফেলেন । তাঁকে ঘুম থেকে তুলতে পায়ের উপর জুতো ঘষতেও থাকেন। পুলিশ অফিসারটি কোনও রকম প্রতিরোধ করা ছাড়াই দৃশ্যটি দেখছেন, উপভোগও করছেন। ভিডিয়ো দেখার পর সোশ্যাল মিডিয়ায় লোকজন একপ্রকার ক্ষোভে ফুঁসছেন। কেউ বলেছেন, ‘ছিঃ! এ আবার কেমন পুলিশ’। কেউ বলেছেন ‘স্টেশনে যাঁরা শুয়ে থাকেন, তাঁরা তো মানুষ নন’ । ভিডিয়োটি ভাইরাল হতেই নড়ে চড়ে বসে মথুরা স্টেশনের জিআরপি। আগ্রার SP জিআরপি নিজে টুইট করে আর একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেন। তিনি জানান, ওই দুই পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে। এসপি জিআরপি বলছেন -মথুরা জংশনের ভিডিয়ো আমাদের নজরে এসেছে। অমানবিক ঘটনা নিঃসন্দেহে। এটি পুরনো ভিডিয়ো বিষয়টি আমাদের স্ক্যানারে আছে।
শিগগিরই কঠোর অ্যাকশন নেওয়া হবে । আমির কাদরি নামের এক ব্যক্তি গত ৩১ মার্চ ভিডিয়োটি টুইটারে শেয়ার করেন। স্টেশনে এক যাত্রী এই ভিডিয়োটি রেকর্ড করেন।