Python Viral Video: ভয়ঙ্কর লড়াইয়ে অজগর এবং কমোডো ড্রাগন!
Python Viral Video: ভয়ঙ্কর লড়াইয়ে অজগর এবং কমোডো ড্রাগন!
একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ভিডিয়োতে একটি অজগর এবং কমোডো ড্রাগনের ভয়ঙ্কর লড়াই দেখা গেছে। কেউ কাউকে এক চুল ছাড়ার পাত্র নয়। সাপটি কখনও ড্রাগনের শরীরের দাঁত বসাচ্ছে। কখনও আবার সাপটিকে কামড়ে তার শরীর থেকে রক্ত বার করছে ড্রাগনটি। হাড়হিম করা এই ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে । ইনস্টাগ্রামে ‘বিগ ক্যাটস ইন্ডিয়া’ পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। দুই মরিয়া সরীসৃপের এমন প্রাণপণ লড়াই দেখে বারবার মনে হবে কে জিতবে শেষে? গোসাপ ও অজগর দুজনেই যেন জীবন বাঁচাতে মরিয়া। অজগরের শরীরের একটা অংশ ড্রাগনটি কামড়ানোর চেষ্টা করছে। সাপটি ড্রাগনের মুখে ছোবল মেরে সেই অংশটাকে ছাড়ানো চেষ্টা করছে। ড্রাগন তার মুখটা কিছুটা দূরে সরিয়ে রাখে। তখন সাপটা তার মুখ এগিয়ে নিয়ে আসতেই খপাত তা ধরে ফেলে ড্রাগনটি। বিরাট পাইথন এমন ভাবেই ছটফট করে ড্রাগনটি শেষমেশ তা ছেড়ে দিতে বাধ্য হয়। সাপটি ড্রাগনের মুখ পেঁচিয়ে ধরার চেষ্টা করে। ব্যর্থ হয় পাইথন । এভাবে দুজনের জীবনসংগ্রাম দীর্ঘক্ষণ ধরে চলে । ইনস্টাগ্রামে প্রচুর মানুষ ভিডিয়োটি দেখেছেন কমেন্টও করেছেন বহু মানুষ।