Bacteria Benefits: ব্যাকটেরিয়া থেকে বিদ্যুৎ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 24, 2023 | 2:19 PM

সুইস বিজ্ঞানীরা ব্যাকটেরিয়া থেকে বিদ্যুৎ তৈরি করলেন। সুইৎজারল্যান্ডের সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি লসেনের বিজ্ঞানীরা তৈরি করলেন এই বিদ্যুৎ। বিজ্ঞানীরা স্থানীয় মদ কারখানা নিঃসৃত বর্জ্য জলের ব্যাকটেরিয়া থেকে বিদ্যুৎ তৈরি করেছেন।

সুইস বিজ্ঞানীরা ব্যাকটেরিয়া থেকে বিদ্যুৎ তৈরি করলেন। সুইৎজারল্যান্ডের সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি লসেনের বিজ্ঞানীরা তৈরি করলেন এই বিদ্যুৎ। বিজ্ঞানীরা স্থানীয় মদ কারখানা নিঃসৃত বর্জ্য জলের ব্যাকটেরিয়া থেকে বিদ্যুৎ তৈরি করেছেন। জৈব বর্জ্য জল প্রক্রিয়াকরণ করে বিদ্যুৎ উৎপাদন করেছেন তাঁরা।

সুইস গবেষকরা একটি নতুন ব্যাকটেরিয়াও পেয়েছেন যা বায়ুমন্ডলে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। ই কোলাইয়ের সংক্রমণে আমাদের শরীরে নানা রকমের অসুস্থতা হয়। বৈজ্ঞানিকদের মতে এশেরিকিয়া কোলাই বা ই কোলাই অনেক কিছু বিপাকের ফলে বিদ্যুৎ তৈরি করে। বেশ কিছু ব্যাকটেরিয়া প্রাকৃতিক ভাবে তড়িৎ শক্তি তৈরি করতে পারে। ই কোলাই ব্যাকটেরিয়া থেকে এই বিদ্যুৎ উৎপাদন নিঃসন্দেহে শক্তির চাহিদা মেটাবে। বিজ্ঞানীরা বলছেন ই কোলাই থেকে প্রচুর বিদ্যুৎ উৎপাদন সম্ভব।