নারীত্ব— সেক্স ও জেন্ডারের সীমানা ছাড়িয়ে

নারীত্ব— সেক্স ও জেন্ডারের সীমানা ছাড়িয়ে

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 08, 2021 | 1:02 PM

নারী এবং নারীত্বের সংজ্ঞা কি স্পষ্ট আপনার কাছে? এ সব প্রশ্নই এই বিশেষ দিনে তুলে ধরতে চেয়েছে TV9 বাংলা।

৮ মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। একটা দিনের উৎসব। বাকি ৩৬৪ দিন? নারীর সম্মান, নারীর মর্যাদা, নারীর ভাল থাকা নিয়ে বছরের বাকি দিন গুলোতেও ভাবেন কি আপনি? আচ্ছা, আপনার চোখে নারী কে? সমাজের ঠিক করে দেওয়া চার কোণা বাক্সে বন্দি যে অস্তিত্ব, সেই কি নারী? আর খোপের বাইরে যাঁরা? তাঁদের কোন চোখে দেখবেন?

নারী এবং নারীত্বের সংজ্ঞা কি স্পষ্ট আপনার কাছে? এ সব প্রশ্নই এই বিশেষ দিনে তুলে ধরতে চেয়েছে TV9 বাংলা। উত্তর খুঁজেছি আমরা। খুঁজেছি আপনাদের চোখ দিয়ে। দেখুন, ‘অন্য নারীত্বের খোঁজে’।