Viral Video: ভিড় রাস্তায় এক পুরুষকে মারতে যাচ্ছেন এক মহিলা, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো
মহিলার অভিযোগ যাঁর বিরুদ্ধে সেই পুরুষ নাকি তাঁর গায়ে হাত দেয়। তিনি বেজায় চটে তাকে মারতে উদ্যত । অনেক চেষ্টা চলছিল তাঁকে আটকানোর। কিছুতেই তাঁকে আটকানো যাচ্ছিল না। রাস্তার এক প্রান্তে মহিলা বেজায় চিৎকার করছেন
রাস্তার মাঝখানে দেখা গেল, এক মারমুখী মহিলাকে। এক পুরুষকে তিনি মারতে যাচ্ছেন। আর এক পুরুষ তাঁকে আটকানোর চেষ্টা করছেন। রাস্তায় তখন তীব্র ট্রাফিক জ্যাম। মহিলার অভিযোগ যাঁর বিরুদ্ধে সেই পুরুষ নাকি তাঁর গায়ে হাত দেয়। তিনি বেজায় চটে তাকে মারতে উদ্যত । অনেক চেষ্টা চলছিল তাঁকে আটকানোর। কিছুতেই তাঁকে আটকানো যাচ্ছিল না। রাস্তার এক প্রান্তে মহিলা বেজায় চিৎকার করছেন। অন্য প্রান্তে ওই ব্যক্তি স্কুটারে বসে রয়েছেন। টুইটারে ঘর কে কৈলাস নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার হয়েছে। মহিলা তারস্বরে চিৎকার করছেন ‘ও আমার গায়ে হাত দিল কোন সাহসে?’ তাঁকে বিরত করছেন একজন পুরুষ । হাত ছাড়ানোর চেষ্টা করে মহিলা বলছেন ‘আমার হাতটা ছেড়ে দাও, আমি ওকে শিক্ষা দিতে চাই’ । এই বিষয়ে পুলিশেরও সাহায্য চাইছেন। অভিযুক্ত বলেন ‘চারিদিকে সিসিটিভি ক্যামেরা বসানো আছে মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না’ । ৩এপ্রিল ভিডিয়োটি শেয়ার হয় টুইটারে। এর মধ্যেই তার ভিউ ১ লক্ষ ১৬ হাজার ।