Viral Video: বর কনেকে মালা পরাতে যাওয়ার মুহূর্তেই আগুন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো
ফটোগ্রাফার একের পর এক ছবি তুলছেন। ঠিক সেই সময়ই স্টেজে আগুন লেগে গেল। তা দেখে বর-কনে চমকে ওঠেন । কেউ এগিয়ে আসার আগেই কনের ভাই এসে বীরের মতো আগুন নেভাচ্ছেন
ভিডিয়োয় দেখা যাচ্ছে, বর কনেকে। মালা হাতে নিয়ে পোজ দিচ্ছেন বর । ফটোগ্রাফার একের পর এক ছবি তুলছেন। ঠিক সেই সময়ই স্টেজে আগুন লেগে গেল। তা দেখে বর-কনে চমকে ওঠেন । কেউ এগিয়ে আসার আগেই কনের ভাই এসে বীরের মতো আগুন নেভাচ্ছেন। গায়ের ব্লেজার খুলে তা দিয়ে আগুন নেভাতে শুরু করলেন ভাই। বর তাঁকে তার দিকে টেনে নেন। ভিডিয়োটি দেখলে মনে হবে ভাই বা দাদারা থাকেন বোনকে সব বিপদ থেকে রক্ষা করার জন্য। ভিডিয়োটি প্রিয়াঙ্কা শর্মা নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী পোস্ট করেছেন। ক্যাপশনে লেখা ‘সবাই নিরাপদ,ধন্যবাদ আমার ভাইকে’। এই দৃশ্য অধিকাংশ মানুষের মন জয় করেছে। অনেকে কমেন্ট করেছেন ‘প্রতিটি মেয়ের জীবনে এমন একটি ভাই থাকা উচিত’। একজন লিখেছেন ‘ভাইয়ের পাশাপাশি বরেরও প্রশংসা করতে হবে যিনি কনেকে আগলে রেখেছেন’।
Published on: Apr 06, 2023 08:32 PM