Gajon Accident: গাজনে ভয়ঙ্কর বিপর্যয়
Gajon: আপাল গাজন উপলক্ষে চলছিল চড়ক আর সেই চড়কের বাঁশ ভেঙে ঘটলো বিপত্তি,বাঁশ ভেঙে ঝুলতে থাকা সন্ন্যাসীকে উদ্ধারে হাত লাগালো অন্য সন্ন্যাসীরা।যদিও হতাহতের কোনো খবর মিলেনি,বরাত জোরে রক্ষা সন্ন্যাসীর।
আপাল গাজন উপলক্ষে চলছিল চড়ক আর সেই চড়কের বাঁশ ভেঙে ঘটলো বিপত্তি,বাঁশ ভেঙে ঝুলতে থাকা সন্ন্যাসীকে উদ্ধারে হাত লাগালো অন্য সন্ন্যাসীরা।যদিও হতাহতের কোনো খবর মিলেনি,বরাত জোরে রক্ষা সন্ন্যাসীর।
এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার গাজীপুরে শান্তিনাথ শিব মন্দিরে।সোমবার রাতে গাজীপুর শান্তিনাথ শিব মন্দিরে গাজন উপলক্ষে চড়ক উৎসবের আয়োজন হয়,সেখানে সন্ন্যাসী বা মন্দিরের ভক্তরা চড়ক ঘোরার জন্য কয়েকফুট উঁচু বাঁশের মাচায় উঠে প্রস্তুতি নিচ্ছিলেন।এমন সময় এক ভক্তকে চড়ক ঘোরানোর জন্য বেঁধে মাচা থেকে ছেড়ে দিলে তৎক্ষনাৎ বাঁশ মচকে গিয়ে ভক্ত সমেত ঝুলতে থাকে।কোনোক্রমে বাঁশ মচকে চড়ক কাঠে গিয়ে আটকে যায় ওই ভক্ত তাকে উদ্ধারে তড়িঘড়ি চড়ক কাঠে উঠে নামানোর চেষ্টা করে অন্য ভক্তরা।পরে বাঁশের দড়ি খুলে ওই ভক্তকে নিচে নামানো হয়।যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর মিলেনি।ঘটনায় হতচকিত হয়ে পড়ে চড়ক দেখতে আসা অগণিত দর্শনার্থী।উল্লেখ্য,প্রতিবছর জৈষ্ঠ্যমাসে এই গাজনের আয়োজন হয়ে থাকে গাজীপুর শান্তীনাথ শিবমন্দিরে,অসময়ের এই গাজন আপাল গাজন নামেই পরিচিত বলে জানাযায়।