Gosaba News: ঝড়ের মওকা বুঝে গোসাবায় দোকানের জানালা কেটে চুরি
Taking advantage of the storm, shoplifting in Gosaba

Gosaba News: ঝড়ের মওকা বুঝে গোসাবায় দোকানের জানালা কেটে চুরি

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

May 16, 2023 | 7:24 PM

মোখা ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে পাশের প্রতিবেশী রাজ্যে। মোল্লাখালীতে লক্ষীকান্ত চন্দ্রের মুদিখানা দোকানের জানালার রড কেটে ভিতরে ঢুকে টাকা পয়সা ও অন্যান্য বিক্রির জন্য রাখা দোকানের জিনিসপত্র নিয়ে চম্পট দেয়।মঙ্গলবার দোকান খোলার পরই চুরির ঘটনাটি জানাজানি হয়।

মোখা ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে পাশের প্রতিবেশী রাজ্যে।ঠিক তার এপাশে থাকা ভারতীয় ভূখণ্ডে থাকা গোসাবায় মানুষ শুরুতে ত্রস্ত থাকলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী স্বস্তি ফেরে ছিল যে মোকা এবার বিপর্যয় ডেকে আনবে না এখানকার বাসিন্দাদের। যদিও মোকার প্রভাবেই সোমবার সন্ধ্যা থেকেই। একেবারে ঝড় আর বৃষ্টিতে বিপর্যস্ত করে ফেলেছিল জনজীবন।আর তারই সুযোগ নিয়ে সুচতুর চোরেরা সুন্দরবনের গোসবা ব্লকের অন্তর্গত ছোট মোল্লাখালীতে লক্ষীকান্ত চন্দ্রের মুদিখানা দোকানের জানালার রড কেটে ভিতরে ঢুকে টাকা পয়সা ও অন্যান্য বিক্রির জন্য রাখা দোকানের জিনিসপত্র নিয়ে চম্পট দেয়।মঙ্গলবার দোকান খোলার পরই চুরির ঘটনাটি জানাজানি হয়।এই খবর চাউর হতেই আশেপাশের অন্যান্য দোকানদাররা ও লোকজন ভিড় জমায় লক্ষ্মীকান্ত চন্দ্রের দোকানের সামনে।ইতিমধ্যেই চুরির ঘটনাটি জানানো হয়েছে স্থানীয় সুন্দরবন উপকূল থানার পুলিশকে।পুলিশ সেই চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।