Durgapur News: বাস্তু মেনে চেয়ার বদল,ডাকা হল টেন্ডার!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 10, 2023 | 5:40 PM

বাস্তুশাস্ত্র অনুযায়ী দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসকের চেম্বারের রদবদলের জন্য। জনৈক অভিজিৎ মুখোপাধ্যায় নামক এক জ্যোতিষী ৩০ হাজার টাকায় টেন্ডার পেয়েও যান। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। শুরু হয়ে যায় রাজনৈতিক সমালোচনা। বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে এটা নজিরবিহীন ঘটনা

দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসকের চেম্বারের রদবদলের জন্য বাস্তুশাস্ত্রের জন্য জ্যোতিষীদের কাছে দরপত্র আহ্বানকে ঘিরে বিতর্ক ।
চলতি বছরে নগর নিগম থেকে একটি টেন্ডার আহ্বান করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসকের চেম্বারের রদবদলের জন্য। জনৈক অভিজিৎ মুখোপাধ্যায় নামক এক জ্যোতিষী ৩০ হাজার টাকায় টেন্ডার পেয়েও যান। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। শুরু হয়ে যায় রাজনৈতিক সমালোচনা। বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে এটা নজিরবিহীন ঘটনা। প্রতিবাদ জানিয়ে তিনি জানান সাধারন মানুষের করের টাকায় এই সব চলতে পারে না। সিপিআইএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারও বাস্তুশাস্ত্র মেনে প্রাক্তন মেয়রের চেম্বারের রদবদলকে কটাক্ষ করেছেন। যদিও এই ইস্যুতে দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক প্রাক্তন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় জানান যে এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এই জ্যোতিষীর খরচ তিনি নিজে ব্যক্তিগতভাবে বহন করবেন। এই টেন্ডারের বাতিল করা হয়েছে। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি বলেও জানান তিনি।