Purba Bardhhaman News: পুরনো ‘গড়ে’ প্রার্থী তালিকা প্রকাশ বামেদের

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 10, 2023 | 5:30 PM

শুক্রবার বিকেলে জেলা সিপিএম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জেলার ৬৬ টি প্রার্থী পদের মধ্যে ৬১ টি প্রার্থীর নাম ঘোষনণা করলেন জেলা সিপিএমের সম্পাদক সৈয়দ মহম্মদ হোসেন। ছ'টি আসন শরিকদের জন্য ছাড়া হয়েছে। ফরওয়ার্ড ব্লককে চারটি,  আর এস পি ও সিপিআইকে একটি করে আসন দেওয়া হয়েছে। একটি আসন নিয়ে  এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতেই পূর্ব বর্ধমান জেলা পরিষদের বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ করা হল। শুক্রবার বিকেলে জেলা সিপিএম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জেলার ৬৬ টি প্রার্থী পদের মধ্যে ৬১ টি প্রার্থীর নাম ঘোষনণা করলেন জেলা সিপিএমের সম্পাদক সৈয়দ মহম্মদ হোসেন। ছ’টি আসন শরিকদের জন্য ছাড়া হয়েছে। ফরওয়ার্ড ব্লককে চারটি,  আর এস পি ও সিপিআইকে একটি করে আসন দেওয়া হয়েছে। একটি আসন নিয়ে  এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্য নির্বাচন কমিশনের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে উষ্মা প্রকাশ করেন সিপিএম জেলা সম্পাদক। তিনি বলেন, অন্যান্য বার নির্বাচন ঘোষণা হওয়ার আগে প্রচার করার সুযোগ পাওয়া যায়। কিন্তু এবার তড়িঘড়ি রাজ্য নির্বাচন কমিশন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে। তাই এবার প্রচারের সুযোগ সেভাবে থাকছে না। এটা সংবিধানের পক্ষে ক্ষতিকর। আমরা গোটা বিষয়টি জেলাশাসককে জানিয়েছি।