Stormy Daniels on Donald Trump: বিছানায় কেমন ‘ট্রাম্প’, কী বলছেন পর্ন তারকা স্টর্মি?

Apr 07, 2023 | 10:38 PM

Donald Trump News: পর্ন তারকার মুখ বন্ধ রাখতে কয়েক কোটি টাকা ঘুষ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই মামলায় গ্রেফতারও হয়েছেন ট্রাম্প। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের পুরনো এক সাক্ষাৎকার সামনে এল।

পর্ন তারকার মুখ বন্ধ রাখতে কয়েক কোটি টাকা ঘুষ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই মামলায় গ্রেফতারও হয়েছেন ট্রাম্প। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের পুরনো এক সাক্ষাৎকার সামনে এল। সেই সাক্ষাৎকারে বিস্ফোরক কিছু মন্তব্য করেছিলেন স্টর্মি। তিনি বলেছিলেন,২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। পর্ন তারকা স্টর্মি ড্য়ানিয়েলস বলেছিলেন,‘ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্ক পাঠ্যপুস্তকের মতোই ছিল। এক পজিশনেই আমরা মিলন করেছিলাম। ওই বয়সী ব্যক্তির কাছ থেকে এর থেকে বেশি আর কী আশা করা যায়?’ আদালতে মামলাটি উঠতেই গত ২৯ জানুয়ারি ওই ম্যাগাজিন স্টর্মি ড্য়ানিয়েলসের সাক্ষাৎকার প্রকাশ করা হয়। স্টর্মি জানিয়েছিলেন,’৬০ বছর বয়সী ‘রিয়েল এস্টেট মোগলে’র সঙ্গে ২০০৬ সালে প্রথম আলাপ হয়েছিল। নেভাদায় একটি গল্ফ টুর্নামেন্টে তাদের দেখা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প মেলানিয়াকে বিয়ে করা ও তাদের পুত্র ব্য়ারন জন্মগ্রহণ করার পর তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। ট্রাম্পের ডাকে তাঁর হোটেল রুমে যান স্টর্মি। সেখানে তাঁর চুল নিয়ে খেলা করতে করতেই ট্রাম্পের স্ত্রী-র কথা জিজ্ঞাসা করেছিলেন। জবাবে ট্রাম্প বলেছিলেন, ওহ, ওকে নিয়ে চিন্তা করো না’। স্টর্মি বলেন,’ট্রাম্প বিছানায় বসেছিল। আমায় বলেছিল এদিকে আসো। আমি বিরক্তি প্রকাশ করে বলেছিলাম, আহ, শুরু হল। এরপরে আমরা চুমু খাওয়া শুরু করি। আসলে আমার মনে নেই কেন আমরা শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলাম। তবে আমার মনে আছে, মিলনের সময় আমি বলেছিলাম যে আমায় টাকা দেওয়ার চেষ্টা করো না।কোনও প্রতিরোধক ছাড়াই আমরা মিলন করেছিলাম…’এরপর থেকেই ট্রাম্প আমার পিছনে পাগলের মতো ঘুরতে থাকে। ১০ দিন পর পরই আমায় ফোন করতে থাকে।