WhatsApp for Android: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপের নকশা পরিবর্তন করতে চলেছে হোয়াটসঅ্যাপ

Apr 07, 2023 | 7:59 PM

Whatsapp Design: WhatsApp তার পথচলা শুরু থেকে আজ পর্যন্ত তার ডিজাইনে সে ভাবে কোনও পরিবর্তন করেনি। এবার সেই কাজটিই করতে চলেছে Meta-র ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। Android ব্যবহারকারীদের জন্য অ্যাপের নকশা পরিবর্তন করতে চলেছে WhatsApp।

WhatsApp তার পথচলা শুরু থেকে আজ পর্যন্ত তার ডিজাইনে সে ভাবে কোনও পরিবর্তন করেনি। এবার সেই কাজটিই করতে চলেছে Meta-র ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। Android ব্যবহারকারীদের জন্য অ্যাপের নকশা পরিবর্তন করতে চলেছে WhatsApp। ইউজার ইন্টারফেসে একাধিক পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে WhatsApp। বর্তমান ইন্টারফেসটি যথেষ্ট পুরনো এবং আপডেটের পরে তা কোনও দিক থেকেই ইউজার-ফ্রেন্ডলি নয়। Android 2.23.8.4 আপডেটের জন্য WhatsApp Beta-র লেটেস্ট আপডেট। হোয়াটসঅ্যাপ অবশেষে তার অ্যাপের ইন্টারফেস বদলাতে কাজ শুরু করেছে। নতুন WhatsApp ইন্টারফেসে নিচের দিকে একটি নেভিগেশন বার অন্তর্ভুক্ত করা হচ্ছে,যা ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। ভবিষ্যতের কোনও আপডেটে অ্যাপের এই নতুন ডিজাইনটি যোগ করা হবে। এদিকে WhatsApp তার ইউজারদের জন্য আরও দুটি ফিচার নিয়ে আসতে চলেছে। তার মধ্যে যে কোনও মেসেজ পাঠিয়ে তা পুনরায় এডিট করার অপশনটি ইতিমধ্যেই লঞ্চ করা হয়েছে। অন্য দিকে ডিসঅ্যাপিয়ারিং মেসেজের সময়কাল আগের থেকে আরও বাড়ানো হচ্ছে। এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজের ক্ষেত্রে নতুন ১৫টি সময়কাল যোগ করা হচ্ছে।