Malaria in US: মার্কিনে ম্যালেরিয়া, বিশ সাল বাদ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 03, 2023 | 7:45 PM

দীর্ঘ ২০ বছর পর আমেরিকা আক্রান্ত ম্যালেরিয়ায়। শেষ ২ মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হবার ৫ টি নজির পাওয়া গেছে। সাম্প্রতিকতম আক্রান্ত টেক্সাসের বাসিন্দা। মার্কিন সিডিসি জানিয়েছে এই ৫জন বিদেশযাত্রা করেননি।

দীর্ঘ ২০ বছর পর আমেরিকা আক্রান্ত ম্যালেরিয়ায়। শেষ ২ মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হবার ৫ টি নজির পাওয়া গেছে। সাম্প্রতিকতম আক্রান্ত টেক্সাসের বাসিন্দা। মার্কিন সিডিসি জানিয়েছে এই ৫জন বিদেশযাত্রা করেননি। তাই স্থানীয় অ্যানোফিলিস মশা থেকেই ম্যলেরিয়া ছড়িয়েছে বলে মনে হচ্ছে। ওই রোগীদের চিকিৎসার পর স্বাস্থ্যের উন্নতি হয়েছে। এর আগে ২০০৩এ ফ্লোরিডায় ৮ জন ম্যালেরিয়া আক্রান্ত হন। ২০ বছর পর আবার মার্কিন স্বাস্থ্য দফতরের কপালে তাই বড় ভাঁজ। মার্কিন মুলুকের বিভিন্ন অঞ্চলে অ্যানোফিলিসের উপস্থিতি ধরা পড়েছে। নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর ও স্থানীয় প্রশাসন। নালি খোলা রাখতে এবং ঘরে ও আশেপাশে জল যাতে না জমে সেদিকে নজর দিতে বলেছে প্রশাসন। বিভিন্ন অঞ্চলে মশা মারার কাজও শুরু হয়েছে।