Rain Update: দীর্ঘ অপেক্ষার পর ঝড় ও মুষলধারে বৃষ্টি বাঁকুড়ায়, সাময়িক স্বস্তি
আজ বিকেল সাড়ে তিনটার পর ঘন কালো মেঘে ঢাকা পড়ে যায় আকাশ। পরে হালকা ঝড় আর তার সাথে দোসর হয় মুষলধারে বৃষ্টি। ঝড় বৃষ্টিতে অনেকটাই নামে তাপমাত্রার পারদ। চলতি বছর এপ্রিলের শেষে কালবৈশাখীর জেরে বাঁকুড়া হালকা ঝড় বৃষ্টির ছোঁয়া পেলেও মে মাসের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা চড়তে শুরু করেছিল বাঁকুড়া জেলায়
অবশেষে একটানা তীব্র ভ্যাপসা গরম থেকে মুক্তি পেল বাঁকুড়া জেলার মানুষ। আজ বিকেল সাড়ে তিনটার পর ঘন কালো মেঘে ঢাকা পড়ে যায় আকাশ। পরে হালকা ঝড় আর তার সাথে দোসর হয় মুষলধারে বৃষ্টি। ঝড় বৃষ্টিতে অনেকটাই নামে তাপমাত্রার পারদ। চলতি বছর এপ্রিলের শেষে কালবৈশাখীর জেরে বাঁকুড়া হালকা ঝড় বৃষ্টির ছোঁয়া পেলেও মে মাসের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা চড়তে শুরু করেছিল বাঁকুড়া জেলায়। গত সপ্তাহ জুড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রীর উপর। সামান্য বৃষ্টির আশায় হা পিত্যেশ করে বসেছিল জেলার মানুষ। অবশেষে আজ বিকালে হালকা ঝড় ও প্রায় কুড়ি মিনিটের বজ্র বিদ্যুৎ সহযোগে মুষলধারে বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে জেলার মানুষের।