No Selfie Zone: এখানে সেলফি নিলেই বিপদ
সেলফি তুলতে গিয়ে ক্রমবর্ধমান দুর্ঘটনায় ভারতীয় রেল কড়া পদক্ষেপ নিয়েছে । রেল লাইনে সেলফি তুললেহতে পারে ১০০০টাকা জরিমানা এবং ৬ মাসের জেল পর্যন্ত । রেল আইন ১৯৮৯ এর ধারা ১৪৫ ও ১৪৭ এ এই জরিমানা হবে । গোয়ার পাথুরে সি বিচে দুর্ঘটনা বাড়ায় গোয়া প্রশাসন এই অঞ্চল নো সেলফি জোন ঘোষণা করেছে । তাই গোয়া বেড়াতে গেলে সাবধান । পাথুরে সমুদ্র সৈকতে মোবাইলে সেলফি তুললেই জরিমানা করবে পুলিশ প্রশাসন
আমাদের দেশের বেশ কিছু স্থান আছে যেখানে সেলফি তোলা নিষেধ। রেলওয়ে লাইনে সেলফি তুললে জেল ও জরিমানা হতে পারে । সেলফি তুলতে গিয়ে ক্রমবর্ধমান দুর্ঘটনায় ভারতীয় রেল কড়া পদক্ষেপ নিয়েছে । রেল লাইনে সেলফি তুললেহতে পারে ১০০০টাকা জরিমানা এবং ৬ মাসের জেল পর্যন্ত । রেল আইন ১৯৮৯ এর ধারা ১৪৫ ও ১৪৭ এ এই জরিমানা হবে । গোয়ার পাথুরে সি বিচে দুর্ঘটনা বাড়ায় গোয়া প্রশাসন এই অঞ্চল নো সেলফি জোন ঘোষণা করেছে । তাই গোয়া বেড়াতে গেলে সাবধান । পাথুরে সমুদ্র সৈকতে মোবাইলে সেলফি তুললেই জরিমানা করবে পুলিশ প্রশাসন । কুম্ভ মেলায় প্রচুর ভক্ত সমাগম হয় । জানলে অবাক হবেন সেখানেও সেলফি তোলা অপরাধ । ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন আইন । রাজধানী দিল্লির লোটাস টেম্পলের বাইরে ছবি বা সেলফি তোলায় কোনও নিষেধাজ্ঞা নেই । কিন্তু ভিতরে সেলফি তোলা বারণ।