FIFA World Cup 2022: বেটিং দরে কে কোথায়?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 19, 2022 | 7:33 PM

বেটিং দরে কে কোথায়? কোন দেশের উপরে রাখা হয়েছে বাজি? কোন ফুটবলার কাঁপাচ্ছে বেটিংয়ে বাজারদর?দেখে নেব এক নজরে।

কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ৩২ টি দেশ। আটটি গ্রুপ। প্রতিদ্বন্দ্বিতা করবে এ বারের বিশ্বকাপে। কাতার বিশ্বকাপে বল গড়ানোর আগেই শুরু হয়ে গিয়েছে বেটিং। বেটিংকারবারীরা ইতিমধ্যেই হাঁকিয়ে ফেলেছে দর। বেটিং দরে কে কোথায়? কোন দেশের উপরে রাখা হয়েছে বাজি? কোন ফুটবলার কাঁপাচ্ছে বেটিংয়ে বাজারদর? দেখে নেব এক নজরে—

বেটিং দরে কে কোথায়?

  • সেরা ৫
  • ব্রাজিল- ৪ : ১
  • আর্জেন্টিনা – ৬ : ১
  • ফ্রান্স -৬ : ১
  • ইংল্য়ান্ড- ৭ : ১
  • স্পেন – ৮ : ১

এতো গেল ফেভারিটদের তালিকা। এ বার দেখে নেব, বেটিংকারবারীদের নজরে কারা ডার্ক হর্স। বিশ্বকাপে বেটিং দর অনুযায়ী ডার্ক হর্স বলা হচ্ছে – ডেনমার্ক -২৮:১, উরুগুয়ে- ৪০:১।

শুধু দলের উপরেই দর কষাকষি নয়। বিশ্বকাপে গোল্ডেন বুট জিতবেন কে, তা নিয়েও শুরু হয়ে গিয়েছে বেটিং। কে এগিয়ে রয়েছে গোল্ডেন বুট জয়ীর তালিকায়?

গোল্ডেন বুট জিতবেন কে?

কী বলছে বেটিং দর?

  • হ্য়ারি কেন- ৭: ১
  • এমবাপে- ১৫:১
  • করিম বেঞ্জেমা- ১০: ১

বেটিংকারবারীদের এই দর কি শেষ পর্যন্ত একই থাকবে? নাকি বিশ্বকাপের মাঝপথেই বদলাবে ফেভারিটদের দর। নজর রাখছে বিশ্বের তাবাড় তাবড় বেটিংকারবারীরা।