FIFA World Cup 2022: কাতারে ধরা পড়ল নকল বিশ্বকাপ!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 14, 2022 | 2:33 PM

এই ঘটনার পর, নকল বিশ্বকাপ কেনা ও বিক্রি করার ক্ষেত্রে সতর্কতা বাড়ানো হয়েছে।

Follow Us

বিশ্বকাপ জ্বরে কাবু গোটা বিশ্ব। এরই মাঝে কাতারে ধরা পড়ল নকল বিশ্বকাপ! এ বার কাতারেই বসছে বিশ্বকাপের (Qatar World Cup 2022) আসর। আয়োজকরা জানিয়েছেন, ১৪৪টি নকল বিশ্বকাপ ট্রফি (World Cup Trophy) ধরা পড়েছে। চলতি মাসের শেষে টুর্নামেন্ট শুরু। তার আগে বাজারে নকল ট্রফি ধরতে অভিযান। কাতার দেশের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, আধিকারিকরা একটি অপারেশন চালু করেছে। আর তাতেই ধরা পড়েছে ১৪৪টি নকল বিশ্বকাপ ট্রফি। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে থেকে যদিও জানানো হয়নি ট্রফিগুলো কোথায় পাওয়া গিয়েছে।

নকল ট্রফির অভিযোগে সন্দেহভাজনদের আটক করা হয়েছে কিনা, সেটাও পরিষ্কার করে জানায়নি কাতার স্বরাষ্ট্রমন্ত্রক। এই ঘটনার পর, নকল বিশ্বকাপ কেনা ও বিক্রি করার ক্ষেত্রে সতর্কতা বাড়ানো হয়েছে। জুন মাসে কাতার সরকারের পক্ষ থেকে, সে দেশের গাড়ির চালকদের জানানো হয়েছিল গাড়ির নম্বরপ্লেটে বিশ্বকাপের লোগো থাকা বেআইনি। এক মাস আগে, পুলিশ ৫ জনকে এই কারণে গ্রেফতার করেছিল। এর আগে ২০২১-র শেষে তারা এক কারখানাকে বন্ধ করেছিল। বেআইনিভাবে বিশ্বকাপের ব্র্য়ান্ড পারফিউমের বোতলে ব্য়বহার করার জন্য। কাতার বিশ্বকাপের আগে কাতারে ধরা পড়ল নকল বিশ্বকাপ!আয়োজকরা জানিয়েছেন, ১৪৪ নকল বিশ্বকাপ ট্রফি ধরা পড়েছে। এই মাসের শেষে টুর্নামেন্ট শুরু। তার আগে বাজারে নকল ট্রফি ধরতে অভিযান। দেশের স্বরাষ্ট্র মন্ত্রকসূত্রের খবর, আধিকারিকরা একটি অপারেশন চালু করেন।

 

বিশ্বকাপ জ্বরে কাবু গোটা বিশ্ব। এরই মাঝে কাতারে ধরা পড়ল নকল বিশ্বকাপ! এ বার কাতারেই বসছে বিশ্বকাপের (Qatar World Cup 2022) আসর। আয়োজকরা জানিয়েছেন, ১৪৪টি নকল বিশ্বকাপ ট্রফি (World Cup Trophy) ধরা পড়েছে। চলতি মাসের শেষে টুর্নামেন্ট শুরু। তার আগে বাজারে নকল ট্রফি ধরতে অভিযান। কাতার দেশের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, আধিকারিকরা একটি অপারেশন চালু করেছে। আর তাতেই ধরা পড়েছে ১৪৪টি নকল বিশ্বকাপ ট্রফি। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে থেকে যদিও জানানো হয়নি ট্রফিগুলো কোথায় পাওয়া গিয়েছে।

নকল ট্রফির অভিযোগে সন্দেহভাজনদের আটক করা হয়েছে কিনা, সেটাও পরিষ্কার করে জানায়নি কাতার স্বরাষ্ট্রমন্ত্রক। এই ঘটনার পর, নকল বিশ্বকাপ কেনা ও বিক্রি করার ক্ষেত্রে সতর্কতা বাড়ানো হয়েছে। জুন মাসে কাতার সরকারের পক্ষ থেকে, সে দেশের গাড়ির চালকদের জানানো হয়েছিল গাড়ির নম্বরপ্লেটে বিশ্বকাপের লোগো থাকা বেআইনি। এক মাস আগে, পুলিশ ৫ জনকে এই কারণে গ্রেফতার করেছিল। এর আগে ২০২১-র শেষে তারা এক কারখানাকে বন্ধ করেছিল। বেআইনিভাবে বিশ্বকাপের ব্র্য়ান্ড পারফিউমের বোতলে ব্য়বহার করার জন্য। কাতার বিশ্বকাপের আগে কাতারে ধরা পড়ল নকল বিশ্বকাপ!আয়োজকরা জানিয়েছেন, ১৪৪ নকল বিশ্বকাপ ট্রফি ধরা পড়েছে। এই মাসের শেষে টুর্নামেন্ট শুরু। তার আগে বাজারে নকল ট্রফি ধরতে অভিযান। দেশের স্বরাষ্ট্র মন্ত্রকসূত্রের খবর, আধিকারিকরা একটি অপারেশন চালু করেন।

 

Next Video