FIFA World Cup 2022: কাতার যাচ্ছেন, নিয়ম জানেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 14, 2022 | 3:33 PM

কাতার সরকার ফ্য়ানদের জন্য় কঠোর শর্ত রেখেছে। আপনি কি যাচ্ছেন কাতারে? তবে কড়া নজরদারিতে থাকতে হবে আপনাকেও।

কাতার সরকার ফ্য়ানদের জন্য় কঠোর শর্ত রেখেছে। আপনি কি যাচ্ছেন কাতারে? তবে কড়া নজরদারিতে থাকতে হবে আপনাকেও। এমনিতেই বিশ্বকাপের আবহে কাতারজুড়ে বিতর্কের শেষ নেই। বিশ্বকাপের আগে সব চেয়ে বড় বিতর্ক ভিনদেশ থেকে আসা কর্মরত মানুষদের একের পর এক মৃত্যু। সূত্রের খবর, ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রায় ৬,৫০০ কর্মরত অভিবাসী মারা গিয়েছেন কাতারে। আর এই ঘটনা ঘটেছে ২০১০ সালের পর থেকে। কাকতালীয়ভাবে সেই বছরই কাতারকে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ঘোষণা করে ফিফা। এই অভিযোগে অসংখ্য মানুষ ২০২২ সালের কাতার বিশ্বকাপকে (Qatar World Cup 2022) বয়কটের ডাক দিয়েছে। যার মধ্যে রয়েছে সমাজের বিশিষ্টরাও।

কাতারের বিভিন্ন হিংসার ঘটনা প্রকাশ করেছে দেশের মিডিয়া। মানবাধিকার আইনজীবী, শ্রমকল্য়াণ সমিতি বারবার প্রতিবাদে মুখর কাতারে ঘটে যাওয়া হিংসা নিয়ে। তবুও কাতারকেই পরিচালনার অধিকার দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া নিয়ে নাকি হয়েছে বিপুল আর্থিক লেনদেন। সেটাও অবৈধভাবে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অনুশোচনা প্রকাশ করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট শ্যেপ ব্ল্য়াটার। বিতর্ককে আপাতত সরিয়ে এখন কাতার আনুষ্ঠানিক ভাবে ২০০২ ফিফা বিশ্বকাপের পরিচালনার দায়িত্বে। সে দেশে বিশ্বকাপ দেখতে আসতে হলে ফুটবল ভক্তদের কিছু নিয়ম জানা উচিত।

এরমধ্যে আরও এক বিতর্ক। কাতারে সমকামীদের প্রতি যে ব্যবহার হচ্ছে, তা নিয়ে সরব বিভিন্নমহল। সূত্রের খবর, কাতারের এলজিবিটি সম্প্রদায়ের মানুষদের জেলে দুর্ব্যবহার এবং ৭ বছরের জন্য় জেলেও রাখা হয়েছে। যা বাড়িয়েছে তীব্র বিতর্কের। স্টেডিয়ামে যদি ওড়ে রামধনু পতাকা, তা নিয়েও আপত্তি জানাবেন না আয়োজকরা। এলজিবিটি সম্প্রদায়ের মানুষদের নিষিদ্ধ করা হবে না। কাতারের অপর এক নিয়ম যে প্রকাশ্যে মদ্য়পান করা যাবে না। তৈরি করা হচ্ছে অ্যালকোহল জোন। যেখানেই একমাত্র মদ্যাপান করা যাবে। দর্শকরা স্টেডিয়ামের ভিতরে অ্যালকোহল আনতে পারবেন। পানও করতে পারবেন। কিন্তু কোনও দর্শক যদি তা বিক্রি করার চেষ্টা করেন, তবে তিনি পড়বেন আইনি গেরোয়। ফুটবল সমর্থকদের স্টেডিয়ামে তেমন কোনও নিয়ম নেই। তবে স্টেডিয়ামে কোনও পোশাক পরিবর্তন করতে পারবেন না। স্টেডিয়ামে তেমন কোনও কড়া নিয়ম না থাকলেও, কাতারের রাস্তাঘাটে তাদের কাঁধ এবং হাঁটু ঢেকে রাখতে হবে। মিউজিয়াম, সরকারি দফতরেও এই নিয়ম প্রযোজ্য়।

Published on: Nov 14, 2022 03:33 PM