FIFA World Cup 2022: ময়দান মার্কেটে ব্রাজিল-আর্জেন্টিনার চাহিদা তুঙ্গে
ময়দানে জার্সি বিক্রেতারাও এখন প্রচন্ড ব্যস্ত। কারণ একটাই, আসন্ন বিশ্বকাপের জন্য প্রচুর জার্সির অর্ডার তাঁরা পেয়েছেন।
সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল…। ফুটবল বিশ্বকাপ নিয়ে বাঙালির মধ্যে উন্মাদনা থাকবে না, সে আবার কখনও হয় নাকি? পাড়ার মোড় থেকে শুরু করে চায়ের দোকানে, সব জায়গাতেই চলছে কাতার বিশ্বকাপ নিয়ে বিস্তর আলোচনা। মেসি বা রোনাল্ডো কী বিশ্বকাপ ট্রফি জিততে পারবেন? চলছে ভবিষ্যদ্বাণী। তারই মধ্যে ফুটবল প্রেমী বাঙালিরা প্রিয় দলের জার্সি কিনতে হাজির ময়দান মার্কেটে।
ময়দান মার্কেট ব্রাজিল-আর্জেন্টিনার জার্সিতে ছেয়ে গেছে। কেউ কিনছেন ব্রাজিলের জার্সি, কারও চাহিদা আর্জেন্টিনার জার্সি। ময়দানে জার্সি বিক্রেতারাও এখন প্রচন্ড ব্যস্ত। কারণ একটাই, আসন্ন বিশ্বকাপের জন্য প্রচুর জার্সির অর্ডার তাঁরা পেয়েছেন। প্রিন্ট করতে হবে খুব কম সময়ের মধ্যেই। একইসঙ্গে ফুটবল প্রেমী দর্শকরা জার্সিতে নিজের নাম লেখাতে ভিড় করছেন ময়দানে।
Published on: Nov 14, 2022 03:49 PM