FIFA World Cup: সর্বাধিক গোল, তবুও বিশ্বকাপ অধরা
বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে বিশ্বকাপ হয়নি। ১৯৫০ সালে হয়েছিল চতুর্থ বিশ্বকাপ।
সামনেই কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022)। তার আগে চোখ রাখুন বিশ্বকাপের ইতিহাসে। বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে বিশ্বকাপ হয়নি। ১৯৫০ সালে হয়েছিল চতুর্থ বিশ্বকাপ। সে বার বিশ্বকাপের আসর বসেছিল ব্রাজিলের মাটিতে। কিন্তু সে বারেও তাদের কপালে জোটেনি বিশ্বকাপ। তাদের হারিয়ে দ্বিতীয় বারের জন্য় বিশ্ব চ্য়াম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। বাছাই পর্ব শেষে মোট ১৩টি দল নিয়ে গ্রুপ পর্বের খেলা শুরু হয়। এই বিশ্বকাপে আর্জেন্টিনা ও জার্মানির মতো দেশ ছিল না।
গোটা টু্র্নামেন্টে সবচেয়ে বেশি গোল করেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি ব্রাজিল। সুইডেনকে ৭-১ ও স্পেনকে ৬-১ গোলে হারিয়েও শেষ ম্য়াচে উরুগুয়ের কাছে হেরে যায় ব্রাজিল। প্রবল উন্মাদনা তৈরি হয়েছিল সে বারের বিশ্বকাপ নিয়ে। বিশেষ করে ব্রাজিলকে নিয়ে। দেশবাসী ধরেই নিয়েছিল, গোটা ব্রাজিলই এ বার বিশ্বচ্য়াম্পিয়ন হবে। কিন্তু সে বারও হতাশা। ইতালির মতো উরুগুয়েও হল দ্বিতীয় দল, যারা দ্বিতীয় বার বিশ্বচ্য়াম্পিয়ন হয়।