FIFA World Cup: জিদানের ঢুঁসো, চ্যাম্পিয়ন ইতালি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 13, 2022 | 12:16 PM

২০০৬ সালে চতুর্থ বার বিশ্বকাপ জেতে ইতালি। দীর্ঘ ২৪ বছরের প্রচেষ্টায়।

দেখতে দেখতে কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) দিন ঘনিয়ে আসছে। ২০০৬ সালে চতুর্থ বার বিশ্বকাপ জেতে ইতালি। দীর্ঘ ২৪ বছরের প্রচেষ্টায়। প্রাক বিশ্বকাপে মোট ১৯৮ টি দেশ অংশ নেয়। তার মধ্য়ে থেকে ৩১ টি দেশ মূল পর্বে উঠে আসে। তার সঙ্গে আয়োজক দেশ হিসেবে জার্মানি টুর্নামেন্টে সে বার অংশ নেয়। ১৯৭৮ সালে ঘরের মাঠে তারা চ্য়াম্পিয়ন হয়েছিল। তবে ২০০৬ সালে তাদের থামতে হয় তৃতীয় স্থানেই। তবে সে বারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করে জার্মানিই। ২০০৬ বিশ্বকাপে সবচেয়ে ঘটনাবহুল অধ্য়ায় ছিল ফাইনাল ম্য়াচটি। জিদানের নেতৃত্বেই ফ্রান্স প্রবল ভাবে ঘুরে দাঁড়ায়। প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৩-১ গোলে, কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারায় ফ্রান্স। সেমিফাইনালে পর্তুগালকে হারিয়ে তারা ফাইনালের যোগ্যতা অর্জন করে।

সে বার বিশ্বকাপ জেতার ব্য়াপারে তুলনামূলকভাবে ফেভারিট ছিল ফ্রান্স। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিটের শেষেও ম্য়াচের ফল ১-১ থাকে। শেষে জিদান লালকার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হন। জিদানের ফুটবল কীর্তিতে সে বার বিতর্কিত ঢুঁসো খোদাই হয়ে যায়। যা তার বর্ণময় কেরিয়ারকে কালিমালিপ্ত করে। পেনাল্টি শুট আউটে যায় ম্য়াচটি। টাইব্রেকারে ইতালি ম্য়াচটি জিতে যায় ৫-৩ ব্যবধানে। চতুর্থ বারের জন্য় বিশ্বচ্য়াম্পিয়ন হয় ইতালি।