FIFA World Cup: গ্যারিঞ্চা জাদুতে ফের বিশ্বজয় ব্রাজিলের

FIFA World Cup: গ্যারিঞ্চা জাদুতে ফের বিশ্বজয় ব্রাজিলের

TV9 Bangla Digital

| Edited By: অংশুমান গোস্বামী

Updated on: Nov 12, 2022 | 5:19 PM

২০ নভেম্বর থেকেই কাতারে শুরু হয়ে যাবে ফুটবলের বিশ্বযুদ্ধ। সেই আবহেই টিভি৯ বাংলা তুলে ধরছে বিশ্বকাপের ইতিহাস।

১৯৫৮ সালের মতো ১৯৬২ সালের বিশ্বকাপও ছিল ব্রাজিলের। দাপটের সঙ্গে বিশ্বকাপ খেতাব ধরে রাখে তাঁরা। ইটালির মতো পর পর দুবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ে সাম্বার দেশ। তবে এই বিশ্বকাপের অধিকাংশ ম্যাচে পেলে খেলেননি। কিন্তু তাতে কিছু এসে যায়নি ব্রাজিলের। পেলেকে ছাড়াই দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জেতে তারা। কারণ তাঁদের দলে ছিল এক ঝাঁক তারকা। এই বিশ্বকাপ দেখেছিল গ্যারিঞ্চার জাদু। কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে ইংল্য়ান্ডকে হারায় ব্রাজিল। সেমিফাইনালে আয়োজক চিলিকেও ৪-২ গোলে হারায় ব্রাজিল। তৃতীয় স্থান পায় চিলি। ফাইনালে ব্রাজিল ৩-১ গোলে চেকোস্লোভাকিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এই বিশ্বকাপের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ব্রাজিলের গ্যারিঞ্চা। ওই বিশ্বকাপে চার গোল করেছিলেন তিনি। ১৯৬২ সালের বিশ্বকাপে কিংবদন্তী ফেরেঙ্ক পুসকাস খেলেন স্পেনের হয়ে। তাঁর পুরনো দল হাঙ্গেরি  ভালো খেললেও কোয়ার্টার ফাইনালে হেরে যায় চেকোস্লোভাকিয়ার কাছে।