Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Air Conditioner: কেন বাজার পড়ল পছন্দের এসির

Air Conditioner: কেন বাজার পড়ল পছন্দের এসির

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 30, 2023 | 4:42 PM

এই মুহূর্তে বাজারের সেরা এসির ব্র্যান্ড কোনটা জানেন? হিতাচি নাকি লয়েড? সাম্প্রতিক একটি গবেষণার তথ্য বলছে ভারতের বাজারে সেরা এসির নাম। এক নম্বরে টাটার ভোল্টাস। দুইয়ে এলজি। তিন নম্বর স্থানে হ্যাভেলস। চারে লয়েড। পাঁচে দাইকিন।

এই মুহূর্তে বাজারের সেরা এসির ব্র্যান্ড কোনটা জানেন? হিতাচি নাকি লয়েড? সাম্প্রতিক একটি গবেষণার তথ্য বলছে ভারতের বাজারে সেরা এসির নাম। এক নম্বরে টাটার ভোল্টাস। দুইয়ে এলজি। তিন নম্বর স্থানে হ্যাভেলস। চারে লয়েড। পাঁচে দাইকিন। করোনা অতিমারির সময় থেকে পড়তে শুরু করেছে এয়ার কন্ডিশানার বিক্রি। ২০১৯-২০ এপ্রিলে এয়ার কন্ডিশানার কোম্পানির বিক্রি এবং মার্কেট শেয়ার অর্ধেক হয়েছে। ২০১৯ -২০ তে মার্কেট শেয়ার ছিল ৯%। ২০২৩ পর্যন্ত প্রতি বছর বিক্রি কমেছে হিতাচি এয়ার কন্ডিশানারের। এক সময়ে ভারতের এক নম্বর এসির ব্র্যান্ড ছিল হিতাচি। এখন হিতাচি সপ্তমে। ভারতে বিক্রি হয় ৩০টিরও বেশি ব্র্যান্ডের এয়ার কন্ডিশানার। দেশে ফি বছর বিক্রি হয় ৮০ হাজার এয়ার কন্ডিশানার। ভারতীয় অর্থনীতিতে এয়ার কন্ডিশানারের বাজার ২৮,০০০ কোটি টাকার। ২০১৮-১৯ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ এ ভোল্টাসের লাভের অঙ্ক তিনগুণের বেশি। ব্লু স্টারও তাদের লাভ বাড়িয়েছে তিনগুণ। এই অবস্থায় কেন জনপ্রিয়তা কমছে হিতাচির? তবে কি সংস্থার ব্যয় সংকোচই কাল হল? ২০২২ থেকে দেশে তাদের অনেক অফিস ও ব্র্যাঞ্চ বন্ধ করেছে হিতাচি। অনেক সার্ভিস সেন্টার বন্ধ করেছে হিতাচি। এই পরিস্থিতি কীভাবে কাটাবে হিতাচি?

Published on: Jun 30, 2023 04:39 PM