Akasa Air: কলকাতায় আসছে সস্তার উড়ান আকাসা এয়ার
১৫ মার্চ সংস্থার পক্ষ থেকে বলা হয় তারা কলকাতায় পরিষেবা শুরু করছে। এই বিমান সংস্থার ১৭ তম গন্তব্য হতে চলেছে কলকাতা । আকাসা এয়ার কলকাতা থেকে বেঙ্গালুরু এবং কলকাতা থেরে গুয়াহাটির মধ্যে প্রতিদিন বিমান পরিষেবা দেবে। এখন আকাসা এয়ার দেশের প্রত্যেক মেট্রো শহরে নিজের পরিষেবা দেওয়া শুরু করেছে। ১৮ মে থেকে যাত্রীরা বেঙ্গালুরু থেকে কলকাতা হয়ে গুয়াহাটি যেতে পারবেন
দেশের বিমান পরিষেবা বাজারে নিজেদের প্রসার ঘটাচ্ছে আকাসা এয়ার। এবার শহর কলকাতার আকাশে ডানা মেলছে আকাসা এয়ার। ১৫ মার্চ সংস্থার পক্ষ থেকে বলা হয় তারা কলকাতায় পরিষেবা শুরু করছে। এই বিমান সংস্থার ১৭ তম গন্তব্য হতে চলেছে কলকাতা । আকাসা এয়ার কলকাতা থেকে বেঙ্গালুরু এবং কলকাতা থেরে গুয়াহাটির মধ্যে প্রতিদিন বিমান পরিষেবা দেবে। এখন আকাসা এয়ার দেশের প্রত্যেক মেট্রো শহরে নিজের পরিষেবা দেওয়া শুরু করেছে। ১৮ মে থেকে যাত্রীরা বেঙ্গালুরু থেকে কলকাতা হয়ে গুয়াহাটি যেতে পারবেন। নতুন বিমান পরিষেবা কোম্পানি সিইও বিনয় দুবে জানিয়েছেন যে আকাসা এয়ার আরও ৩০০ পাইলট নিয়োগ করবে । এই নিয়োগ সম্পূর্ণ হলে আকাসা আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু করতে পারবে। বর্তমানে আকাসা এয়ারের মোট কর্মী ২০০০ । রাজ্যে এটিই আকাসা এয়ারের প্রথম পরিষেবা নয়। ইতিমধ্যে বাগডোগরা ও বেঙ্গালুরুর মধ্যে পরিষেবা দেওয়া শুরু করেছে আকাসা এয়ার। আকাসা এয়ার একটি কম খরচের ভারতীয় এয়ারলাইন। আকাসা এয়ারের সদর দফতর মুম্বই শহরে । আকাসা এয়ার বিনয় দুবে এবং আদিত্য ঘোষ প্রতিষ্ঠা করেন। বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার আকাসা এয়ারে 46 % শেয়ার আছে ।