Akshay Kumar Payment Decreased: পারিশ্রমিক কমল অক্ষয়ের!
অক্ষয় কুমারের ছবি সেভাবে সাফল্য পাচ্ছে না। রিপোর্ট অনুযায়ী, তিনি আসন্ন ওএমজি ২ ছবির জন্য পারিশ্রমিক অনেকটাই কমিয়েছেন। অক্ষয় একটি ছবির জন্য ৫০-১০০ কোটি টাকা পারিশ্রমিক নেন। তিনি ওএমজি ২ ছবির জন্য ৩৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
অক্ষয় কুমারের ছবি সেভাবে সাফল্য পাচ্ছে না। রিপোর্ট অনুযায়ী, তিনি আসন্ন ওএমজি ২ ছবির জন্য পারিশ্রমিক অনেকটাই কমিয়েছেন। অক্ষয় একটি ছবির জন্য ৫০-১০০ কোটি টাকা পারিশ্রমিক নেন। তিনি ওএমজি ২ ছবির জন্য ৩৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এই ছবিতে অভিনয়ের জন্য পঙ্কজ ত্রিপাঠি ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। প্রায় ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন ইয়ামি গৌতম। আসন্ন ওএমজি ২ সিনেমার টিজার প্রকাশ হয়েছে । এই ছবিতে অক্ষয়কে একেবারে অন্যরকম লুকে দেখা যাবে। তিনি ভগবান শিবের চরিত্রে অভিনয় করছেন। কপালে তিলক ও মাথায় জট দেখা যাবে । অক্ষয়ের লুক দর্শকের নজর কাড়বে বলে মনে করা হচ্ছে। এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ১১ অগাস্ট। ওএমজি ২ ছাড়াও অক্ষয় কুমার বাড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ছবিতে অভিনয় করছেন।