Property Deal: এখানে জমি কেনার অনুমতি নেই!
ছুটি পেলেই অনেকের ঘুরতে যেতে ইচ্ছে করে। মেঘালয়ের শিলং পর্যটকদের পছন্দের জায়গা। শিলংয়ে বেড়াতে গিয়ে,মনে হতেই পারে সেখানে জমি কেনার কথা। কিন্তু ইচ্ছে থাকলেও সেখানে জমি কিনতে পারবেন না।
ছুটি পেলেই অনেকের ঘুরতে যেতে ইচ্ছে করে। মেঘালয়ের শিলং পর্যটকদের পছন্দের জায়গা। শিলংয়ে বেড়াতে গিয়ে,মনে হতেই পারে সেখানে জমি কেনার কথা। কিন্তু ইচ্ছে থাকলেও সেখানে জমি কিনতে পারবেন না। শিলংয়ে জমি কেনার জন্য সরকারি অনুমতি নেই। পর্যটকরা বেড়াতে যেতে পারেন সিকিমে। সেখানে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু সেখানে জমি কেনার কথা ভুলেও ভাববেন না। সিকিমে সম্পত্তি কেনার অনুমতি নেই। হিমাচল প্রদেশ অনেকেই ঘুরতে যান। কিন্তু এখানে সম্পত্তি কেনার অনুমতি সবার নেই। পর্যটকদের আর একটি পছন্দের জায়গা অরুণাচল প্রদেশ। এখানেও সম্পত্তি কেনার অনুমতি পাবেন না। সম্পত্তি কিনতে হলে এখানকার স্থানীয় বাসিন্দা হতে হবে। কাশ্মীরে জমি কেনা অনেকের স্বপ্ন। আগে এখানে সম্পত্তি কেনার সুযোগ সবাই পেতেন না। তবে ৩৭০ ধারা অপসারণ হওয়ার পর, কিছু শর্ত সাপেক্ষে জমি কেনার অনুমতি পাবেন।