Mobile Ban: এই দেশে মোবাইল নিষিদ্ধ!
ডিজিটালের যুগে আমাদের মোবাইল ছাড়া এক মুহূর্তও চলে না। কিন্তু এমন কয়েকটি দেশ আছে যেখানে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
ডিজিটালের যুগে আমাদের মোবাইল ছাড়া এক মুহূর্তও চলে না। কিন্তু এমন কয়েকটি দেশ আছে যেখানে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। সেখানে ফোন ব্যবহার করলে হতে পারে জরিমানা। ইতালিতে সিস্টাইন চ্যাপেল উপসনালয় আছে । সেখানে ফোন নিয়ে যাওয়া মানা। তামিলনাড়ুর মন্দিরগুলিতে ব্যবহার করতে পারবেন না মোবাইল ফোন। মন্দিরের পবিত্রতা বজায় রাখতে মোবাইল ফোন নিষিদ্ধ । গুরুভায়ুর শ্রী কৃষ্ণ মন্দির, শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির ও মীনাক্ষি আম্মান মন্দিরের ভেতরে ফোন মানা। দিল্লির অক্ষরধাম মন্দিরেও মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। উত্তরপ্রদেশের রাম জন্মভূমি কমপ্লেক্সে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ। এমনকি এখানে ঘড়ি, বেল্ট ব্যবহার মানা। শ্রীলঙ্কার ইয়ালা জাতীয় উদ্যানে মোবাইল নিষিদ্ধ। ২০১৫ সাল থেকে বন্যপ্রাণীদের রক্ষার জন্য এই নিয়ম করা হয়েছে। এলিট আইল্যান্ড রিসর্টে মোবাইল নিষিদ্ধ।