No Honking: ‘হর্ন মুক্ত’ শহর

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 23, 2023 | 5:42 PM

রাস্তায় বেরোলে গাড়ির হর্নের শব্দে মানুষের কান ঝালাপালা হয়ে যায়। হর্ন না বাজিয়েও যে গাড়ি চালানো যায় সেটা আনেক মানুষ ভাবতেই পারেন না। আমাদের দেশে হর্ন না বাজানোর নিয়ম থাকলেও সেটা মানা হয় না। আইজল শহরে গাড়ির হর্নের শব্দে শুনতে পাবেন না।

রাস্তায় বেরোলে গাড়ির হর্নের শব্দে মানুষের কান ঝালাপালা হয়ে যায়। হর্ন না বাজিয়েও যে গাড়ি চালানো যায় সেটা আনেক মানুষ ভাবতেই পারেন না।
আমাদের দেশে হর্ন না বাজানোর নিয়ম থাকলেও সেটা মানা হয় না। আইজল শহরে গাড়ির হর্নের শব্দে শুনতে পাবেন না। এই শহরটি হল দেশের একমাত্র হর্ন বিহীন শহর। সচেতনতা বাড়াতে প্রচার করা হচ্ছে ব্যানার লিখে। ট্র্যাফিক পুলিশও খুব কঠোর এখানে । নো-হংকিংয়ের নিয়ম ভাঙলে, জরিমানা করা হয়। এমনকি কড়া শাস্তিও দেওয়া হয়। এই দেশের বেশিরভাগ নাগরিক নো-হংকিংয়ের নিয়ম মেনে চলেন। নো-হংকিংয়ের জন্য আইজল শহরে তৈরি হয়েছে শান্ত পরিবেশ। শব্দদূষণের থেকে মানুষ বাঁচবেন। পথচারীদের সচেতনতা বেড়েছে হর্ন বাজানো বন্ধের জন্য। এই শহরটি ক্রমশ পরিবেশ বান্ধব হয়ে উঠছে।