Rocky Aur Rani Ki Prem Kahani: সেন্সরের কাঁচিতে আলিয়া-রণবীর

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 23, 2023 | 6:37 PM

সেন্সরের কোপে 'রকি অউর রানি কি প্রেমকাহিনি'। ছবিতে থাকা বেশ কিছু সংলাপ বাদ দেওয়া নির্দেশ দেওয়া হয়। যার মধ্যে অন্যতম হল লোকসভা, মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ। ইতিমধ্যেই নির্দেশ মেনে পরিবর্তন করা হয়েছে সংলাপের।

দিশা-টাইগার প্রেম
দিশা পাটানি ও টাইগার শ্রফের সম্পর্ক কি আবারও এক সূত্রে বাঁধল? সম্প্রতি নিজের গলায় গান গেয়ে এক ভিডিয়ো প্রকাশ করেছেন টাইগার। তাঁর নতুন গানের নাম ‘লাভ স্টেরিও’। ওই গানের ভিডিয়ো থেকেই এক ছবি শেয়ার করেছেন দিশা। লেখেন, “এমন কি কিছু আদপে আছে যা তুমি করতে পার না টাইগার?”।

সেন্সরের কাঁচি
সেন্সরের কোপে ‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’। ছবিতে থাকা বেশ কিছু সংলাপ বাদ দেওয়া নির্দেশ দেওয়া হয়। যার মধ্যে অন্যতম হল লোকসভা, মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ। ইতিমধ্যেই নির্দেশ মেনে পরিবর্তন করা হয়েছে সংলাপের।

সানির স্বীকারোক্তি
সানি লিওন সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর সম্পর্কে রটা এক মিথ্যে তথ্য প্রসঙ্গে মুখ খোলেন। তাঁর জন্যই নাকি তাঁর মা মদ্যপান করতেন। এই প্রসঙ্গে সানি জানান, “ এটা ছিল ওঁর নেশা। এমন একটা জিনিস যা সাইকোলজিক্যালি ঠিক করার জায়গায় পৌঁছে গিয়েছিল। তাই তাঁর মদ খাওয়ার সঙ্গে আমার, আমার বাবা বা ভাইয়ের কোনও যোগ নেই।”

সম্পর্কে ভাঙন
‘বিগবস’-এর সেটে প্রথম দেখা হয়েছিল তাঁদের। সেখান থেকেই শুরু হয় প্রেম। সেই প্রেম পাঁচ বছর টিকলেও অবশেষে বিচ্ছেদ হয়ে গেল ওই রিয়ালিটি শো খ্যাত জুটি বান্দেগি কালরা ও পুনীশ শর্মার। খবরটা শেয়ার করেছেন বান্দেগি নিজেই। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “সবাইকে জানাচ্ছি আমি ও পুনীশ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দু’জন যৌথ ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি

অভিষেককে চড় মহিলার!

অভিনেতা হওয়ার কি কম ঝক্কি? কত কী যে শুনতে হয় নায়ক-নায়িকাদের। পড়তে হয় অনভিপ্রেত ঘটনার মধ্যেও। ঠিক যেমন পড়তে হয়েছিল অভিষেক বচ্চনকেও। এক মহিলার হাতে খেতে হয়েছিল চড়। অমিতাভ-ভক্ত ওই মহিলার অভিযোগ ছিল, ছেলে হয়ে বাবার নাম ডোবাচ্ছেন তিনি, অভিনয় একেবারেই পারেন না।

 

ট্রোল্ড হলেন স্বস্তিকা

সোশ্যাল মিডিয়ায় চরম সমালোচনার মুখে অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তুলনা করা হল উরফি জাভেদের সঙ্গে। শুধু কি তাই, উড়ে এল নানা নেতিবাচক মন্তব্য। ফিউশন পোশাকে নিজেকে সাজিয়েছিলেন স্বস্তিকা। দিয়েছিলেন নিজের পছন্দমতো এক পোজও। কিন্তু তা মোটেও মনে ধরল না নেটিজেনদের একটা বড় অংশের। তাঁদের মতে উরফি জাভেদেকে নাকি অনুকরণ করেছেন তিনি।

 

জিতুর পোস্ট
লন্ডন থেকে ফিরলেন জিতু কামাল। শুটিং শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, মিস করছেন টিমকে। পাশাপাশি দিলেন জীবন নিয়ে এক মস্ত টিপস। বিচ্ছেদের মাঝেই প্রেম প্রসঙ্গে ভাইরাল জিতু। লিখলেন, জীবনে সুখের মূলই হল ভালবেসে যাওয়া ও ভালবাসা পাওয়া।

সেটে রুবেল

দিনকয়েক আগেই সেটে গুরুতর চোট পান অভিনেতা রুবেল দাস। নিয়েছিলেন কয়েকদিনের ছুটি। তবে খুব বেশিদিনের বিরতিতে জাননি তিনি। এবার পায়ে চোট নিয়েই ফিরলেন তিনি শুটিং সেটে। খবর প্রকাশ্যে আসতেই খুশির মেজাজে ভক্তরা।

চর্চায় দীপিকা
সীতার ভূমিকায় দীপিকা চিখালিয়া সর্বাধিক চর্চিত নাম। এবার অযোধ্যায় রাম লালার মন্দির পরিদর্শনে নজর কাড়লেন অভিনেত্রী। তিনি বললেন ‘আমি প্রথমবার অযোধ্যায় এসেছি। রাম লালাকে প্রণাম করার পর আমার নিজেকে ধন্য মনে হচ্ছে’।