Basirhat News: হারিয়েছিলেন ২১শে জুলাই, ফিরলেন অবশেষে
২১শে জুলাই তৃণমূলের সভায় যোগ দিতে গিয়ে নিখোঁজ হওয়া বসিরহাটের প্রৌঢ়ের অবশেষে খোঁজ মিলল। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আবু তালেব মোল্লাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে মেলে স্থানীয় দলীয় কর্মীরা।
অবশেষে খোঁজ মিললো একুশে জুলাইয়ের সভায় যোগ দিতে গিয়ে নিখোঁজ হওয়া বসিরহাটের মিনাখাঁ থানার পশ্চিম জয়গ্রাম গ্রামের বাসিন্দা আবু তালেব মোল্লার। উল্লেখ্য, গত একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে আবু তালেব মোল্লা গ্রামের দলীয় কর্মীদের সাথে ধর্মতলায় গিয়েছিলেন। তারপর সেখান থেকে সবাই ফিরে আসলেও আবু তালেব মোল্লা আর ফিরে আসেনি। যা নিয়ে চিন্তিত ছিল পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা। অবশেষে দীর্ঘ খোঁজাখুঁজির পর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আবু তালেব মোল্লার খোঁজ মেলে। স্থানীয় দলীয় কর্মীরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। কয়েক দিন নিখোঁজ থাকার পর আবু তালেব মোল্লার খোঁজ মেলায় খুশি পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।