Alipurduar Elephant: হাতির তান্ডবে এবার বিক্ষোভ!
বুনো হাতির তান্ডব বাড়ছে। এর জেরে অতিষ্ঠ মানুষজন এবার বিট অফিসার ও বনকর্মীদের আটক করে বিক্ষোভে সামিল হলেন। এ ক্ষেত্রে অসহায় বিট অফিসার।
বুনো হাতির তান্ডব বাড়ছে। এর জেরে অতিষ্ঠ মানুষজন এবার বিট অফিসার ও বনকর্মীদের আটক করে বিক্ষোভে সামিল হলেন। এ ক্ষেত্রে অসহায় বিট অফিসার। রাতের ঘুম কেড়ে নিচ্ছে হাতির দল, জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বেড়িয়ে লোকলয়ে প্রবেশ করছে এবং তান্ডব চালাচ্ছে প্রতিনিয়ত। ঘরভাঙচুর ও সুপারি বাগন নষ্ট করছে অতিষ্ট এলাকার সাধারণ মানুষরা।বনকর্মীদের বারবার খবর দেওয়া হলেও ঘটনা স্থলে পৌছায় না।
এদিন ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে এলে বনকর্মীদের আটকে বিক্ষোভ দেখালেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের যোগেন্দ্রনগর বেঙ্কঢাকি এলাকায়। আতঙ্কিত রয়েছেন গোটা এলাকাবাসী।বনকর্মীদের পাশাপাশি বিট অফিসার কে আটকে এর বিহিত দাবি করেন এলাকাবাসী।কিন্তু এ ক্ষেত্রে অসহায় বিটবাবু।তিনি জানান হাতি গ্রামে ঢুকছে।শুধু ব্যাঙ্কডাকি নয়।সমস্ত এলাকাতেই হাতি আসছে।বৃষ্টির জন্য আর ও বেড়ে গেছে।আমরা চেষ্টা চালাচ্ছি। ব্যাস ওই পর্যন্তই।বনদফতরের উপর এবার বেজায় চটেছেন এলাকাবাসী।প্রায় চার ঘন্টা পর বনদফতরের আশ্বাস পেলে তাদের ছাড়া হয়।