Alipurduar Trinamool News: পুরসভার লজ এখন তৃণমুলের পার্টি অফিস!

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 17, 2023 | 4:41 PM

জেলা পার্টি অফিসটি ছেড়ে এখন পুরসভার লজই হয়ে উঠেছে শাসক তৃনমুল কংগ্রেসের জেলা কার্যালয়৷ আর তা নিয়েই সরব হয়েছেন কংগ্রেসের একমাত্র কাউন্সিলার তথা জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি শান্তনু দেবনাথ৷

জেলা পার্টি অফিসটি ছেড়ে এখন পুরসভার লজই হয়ে উঠেছে শাসক তৃনমুল কংগ্রেসের জেলা কার্যালয়৷ আর তা নিয়েই সরব হয়েছেন কংগ্রেসের একমাত্র কাউন্সিলার তথা জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি শান্তনু দেবনাথ৷ আলিপুরদুয়ার জেলা তৃনমুল কার্যালয় কার্যত বনধ ৷ গোটা জেলার পঞ্চায়েত নির্বাচনের কাজ তাই চলছে আলিপুরদুয়ার পুরসভার তৈরী সাধারণ মানুষজনের থাকবার জায়গা অবকাশ লজে ৷ আর তা নিয়েই সরব হয়েছেন কংগ্রেসের একমাত্র কাউন্সিলার শান্তনু ৷ তিনি অভিযোগ করে বলেন পুর সভার লজটি ভাড়া ছাড়াই তৃনমুল কংগ্রেস ক্ষমতায়বলে দখল করে পঞ্চায়েত নির্বাচনের কাজ চালাচ্ছেন ৷ কত টাকায় তৃনমুল কংগ্রেস ভাড়া নিয়েছে পুর প্রধানের কাছে জানতে চাইলেও তিনি জানান না ৷ তিনি এ নিয়ে চেয়ারম্যানের কাছে জানতে চাইবেন।প্রয়োজনে আর টি আই করবেন।এদিকে শাসক তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক বলেন পুরসভার কাছ থেকে অর্থের বিনিময়ে ভাড়া নিয়েছেন তারা ৷ তাদের কাছে কাগজ রয়েছে ৷ শান্তনুর হুমকি পুরপ্রধান না জানালে আরটিআই করবেন ৷ তৃনমুল কংগ্রেস পরিচালিত পুরসভার এই ভবনের ভাড়া নিয়ে পঞ্চায়েত নির্বাচনের মুখে সরগরম হয়ে উঠেছে আলিপুরদুয়ার শহর৷ পুরসভার বিরোধী কাউন্সিলর যখন পুর আবাসন বা লজ নিয়ে অভিযোগ তুলছেন তখন স্পিকটি নট আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর।তিনি এ নিয়ে কোন কথাই বলতে চাননি।