Panchayat Election 2023: পঞ্চায়েতে পথ দেখাল আলিপুরদুয়ার

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 07, 2023 | 6:39 PM

Alipurduar: এদিকে কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ বলেন, নির্বাচনে আলিপুরদুয়ার রোল মডেল রাজ্যে হতেই পারে।বড় ধরনের কোন হিংসাত্মক ঘটনা এই জেলায় নেই।ডুয়ার্স ও আলিপুরদুয়ার বিভিন্ন জনজাতি ও ধর্মের মানুষের বসবাস।

এবারের নির্বাচনে রোল মডেল আলিপুরদুয়ার। মনোনয়ন জমা থেকে প্রচারের শেষ দিন পর্যন্ত আলিপুরদুয়ারে কোন গন্ডোগোল নেই।রাজ্যে এ পর্যন্ত হিংসায় ১৪ জুন নিহত হয়েছেন। সেখানে আলিপুরদুয়ারে কোন দুর্ঘটনার খবর নেই।শান্তিপূর্ণ ভাবে হয়েছে মনোনয়ন এবং প্রচার।প্রচারের শেষ দিন ও কাটলো নির্বিঘ্নে।রাজনৈতিক দলের নেতারা চাইছেন এবারের নির্বাচনে তাই রোল মডেল হোক আলিপুরদুয়ার।
এ ব্যাপারে তৃনমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক বলেন,আলিপুরদুয়ারে শান্তিপূর্ণ ভোট হোক আমরা এটা চাই।মনোনয়ন থেকে কর্মীদের বলে দেওয়া হয়েছিল কোথাও কোন গন্ডোগোল করবেন না।কোন কিছুই হয়নি।বিজেপি চেষ্টা করেছিল কিন্তু সেই ফাদে আমরা পা দেইনি।ফলে আলিপুরদুয়ারে অবাধে নির্বাচন হচ্ছে।ভোট নির্বিঘ্নে হচ্ছে।তাই আলিপুরদুয়ার নির্বাচনে রাজ্যে রোল মডেল হতেই পারে।
এদিকে কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ বলেন, নির্বাচনে আলিপুরদুয়ার রোল মডেল রাজ্যে হতেই পারে।বড় ধরনের কোন হিংসাত্মক ঘটনা এই জেলায় নেই।ডুয়ার্স ও আলিপুরদুয়ার বিভিন্ন জনজাতি ও ধর্মের মানুষের বসবাস।সকলের মধ্যে মিল মহব্বত রয়েছে।তাই এখানে ছোট খাটো দু একটি ঘটনা ছাড়া কিছুই হয়নি।
এদিকে বিজেপি বিধায়ক মনোজ ওরাও বলেন দু একটি ছোট খাটো ঘটনা ছাড়া আলিপুরদুয়ার এবার ভোটে এবার শান্তিপূর্ণ। নির্বিঘ্নে আজ শেষ হল প্রচার। আমরা চাই শান্তিপূর্ণ ভোট।সবাই যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এটাই চাই। আর আলিপুরদুয়ার জেলা দৃষ্টান্ত স্থাপন করেছে তাই রাজ্যে নির্বাচনে রোল মডেল হতেই পারে আলিপুরদুয়ার।