Panchayat Board: আক্রান্ত বিজেপি বিধায়ক, পঞ্চায়েতের শপথ গ্রহণকে কেন্দ্র করে খানাকুলে উত্তেজনা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 10, 2023 | 8:48 PM

Khanakul: বৃহস্পতিবার খানাকুল বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ কিশোরপুর-১ গ্রামপঞ্চায়েতে তাদের পাঁচজন নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেখানে তাদের আটকে দেওয়া হয় ও আক্রমণ করা হয় বলে অভিযোগ।

খানাকুলে আক্রান্ত বিজেপি বিধায়ক। গাড়ি ভাঙচুর। প্রতিবাদে থানার সামনে বিধায়কের নেতৃত্বে অবস্থান-বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। অভিযোগ, বিজেপির বিধায়ক আক্রান্ত খানাকুলে। তাঁর গাড়ি ভাঙচুর, তাঁকে মারধর। বিধায়কের গাড়ির চালককেও মারধর করা হয়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর এই ঘটনার অভিযোগের তির তৃণমূলের দিকে। আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ও অবিলম্বে অভিযুক্ত তৃণমুলের নেতাকে গ্রেফতারের দাবিতে বিজেপি বিধায়ক নিজেই দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। অবস্থান বিক্ষোভে বসে পড়েন। যতক্ষণ না ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয় ততক্ষণ পর্যন্ত তাঁরা এই বিক্ষোভ দেখিয়ে যাবেন।

বৃহস্পতিবার খানাকুল বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ কিশোরপুর-১ গ্রামপঞ্চায়েতে তাদের পাঁচজন নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেখানে তাদের আটকে দেওয়া হয় ও আক্রমণ করা হয় বলে অভিযোগ। অভিযোগ যে, তৃণমূলের লোকজন তাঁদের আটকে দিয়ে বিধায়কের গাড়ি ভাঙচুর করে। বিধায়ককে মারধর করে। তাঁর গাড়ির চালককেও মারধর করার পাশাপাশি বেশ কয়েকজন কার্যকর্তাকে মারধর করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনার তির গেছে তৃণমূলেরই লোকজনের দিকেই। প্রতিবাদে বিজেপি।