Panchayat Board: ত্রিশঙ্কু পঞ্চায়েতে বোর্ড গঠনে নয়া সমীকরণ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 10, 2023 | 8:28 PM

Panchayat: বৃহস্পতিবার বিজেপি,সিপিএম,ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস ৪ টি দলের জয়ী প্রার্থীরা ও কর্মী সমর্থকেরা একত্রে পতাকা নিয়ে মিছিল করে ঢোকে বোর্ড গঠন করতে। তাদের দাবি, বিজেপি, সিপিএম, ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস একত্রিত হয়ে তাদের মোট সদস্য সংখ্যা হচ্ছে ৭।

পূর্ব বর্ধমানের গলসি ২ নম্বর ব্লকের সাঁকো গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু।ওই পঞ্চায়েতে বোর্ড গঠন করবে কোন দল? এ নিয়ে উঠছিল নানান প্রশ্ন । সাঁকো পঞ্চায়েতে মোট আসন ১৩ টি। যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৬ টি ,সিপিআইএম ১ টি, বিজেপির ৪ টি, কংগ্রেস ১টি ও ফরোয়ার্ড ব্লক ১ টি করে আসন পেয়েছে । বোর্ড গঠন করতে লাগবে ৭ টি আসন। এই পরিস্থিতিতে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ।

বৃহস্পতিবার বিজেপি,সিপিএম,ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস ৪ টি দলের জয়ী প্রার্থীরা ও কর্মী সমর্থকেরা একত্রে পতাকা নিয়ে মিছিল করে ঢোকে বোর্ড গঠন করতে। তাদের দাবি, বিজেপি, সিপিএম, ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস একত্রিত হয়ে তাদের মোট সদস্য সংখ্যা হচ্ছে ৭। সাঁকো পঞ্চায়েতে তারাই বোর্ড গঠন করবেন।৭ জন প্রার্থী একসঙ্গে মিছিল করে প্রবেশ করেন পঞ্চায়েত অফিসে। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হবে প্রধান এমনটাই দাবি বিজেপির।

অপরদিকে তৃণমূলের ৬ জন জয়ী প্রার্থী ও সংখ্যালঘু সেলের সভাপতি ঢোকেন পঞ্চায়েত অফিসে। তারা পঞ্চায়েত অফিসের দিকে যাওয়ার সময় বিরোধীদলের সমর্থকেরা স্লোগান-সাউটিং করে এগিয়ে আসতে থাকেন। তৎক্ষণাৎ ডিএসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং বিজেপি সহ বিরোধীদলের সমর্থকদের ওই এলাকা থেকে সরিয়ে দেন। তৃণমূলের দাবি, আমরা কোন জোরজবরদস্তি করিনি,যে ভোটে জিতবে সেই প্রধান হবে।