Panchayat Board: সবুজ পোশাকে দল বেঁধে বোর্ড গঠনে এলেন তৃণমূলের সদস্যরা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 10, 2023 | 8:12 PM

Gosaba: গোসাবা থেকেই হ্যাট্রিক করে জয়ন্ত নস্কর তৃণমূলের বিধায়ক নির্বাচিত হয়ে। ২০২১ সালের নির্বাচনে জয়লাভ করার পর পরই তার মৃত্যু হয়। আর সেই চুনোখালি গ্রাম পঞ্চায়েত এবারের পঞ্চায়েত নির্বাচনে ২৪ টি আসনের মধ্যেই ২৪ টিতে জয়লাভ করেছে তৃণমূলের প্রার্থীরা।

সুন্দরবনে সবুজ পাঞ্জাবি, সবুজ শাড়িতে মৃত তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের ছবি সামনে রেখে পঞ্চায়েত গড়তে গেল তৃণমূলের নির্বাচিত সদস্যরা। সুন্দরবন এলাকার দাপুটে তৃণমূল নেতা ছিলেন জয়ন্ত নস্কর।বাসন্তী ব্লক ও বাসন্তী থানা এলাকার চুনাখালী গ্রাম পঞ্চায়েত বাম জমানা থেকে এখনও রয়েছে তৃণমূলের দখলে।যদিও ডিলিমিটেশনের ফলে চুনোখালি গ্রাম পঞ্চায়েত যুক্ত হয়ে যায় গোসাবা বিধানসভার মধ্যে।

ব্লক ও থানা বাসন্তীর মধ্যেই রয়ে যায়। সেই গোসাবা থেকেই হ্যাট্রিক করে জয়ন্ত নস্কর তৃণমূলের বিধায়ক নির্বাচিত হয়ে। ২০২১ সালের নির্বাচনে জয়লাভ করার পর পরই তার মৃত্যু হয়। আর সেই চুনোখালি গ্রাম পঞ্চায়েত এবারের পঞ্চায়েত নির্বাচনে ২৪ টি আসনের মধ্যেই ২৪ টিতে জয়লাভ করেছে তৃণমূলের প্রার্থীরা। তাই জয়ন্ত স্মৃতি সম্বলিত তার ছবিকে সামনে রেখে সবুজ শাড়ি ও সবুজ পাঞ্জাবি পরে ২৪ জন জয়ী প্রার্থী তাঁর বাড়ি থেকেই তাঁর ছবিকে সামনে রেখেই হেঁটে হেঁটে তারা এগিয়ে গেলেন নতুন পঞ্চায়েতের বোর্ড গড়তে।