Ghatal Political News: বোর্ড গঠনের আগে গা ঢাকা!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 10, 2023 | 8:56 PM

তৃণমূলের জয়ী ৫ প্রার্থীকে নিয়ে গা ঢাকা দিয়েছে প্রাক্তন প্রধান, এক তৃতীয়াংশ জয়ী প্রার্থী না থাকায় বন্ধ হল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর ১ গ্রাম পঞ্চায়েতের।

তৃণমূলের জয়ী ৫ প্রার্থীকে নিয়ে গা ঢাকা দিয়েছে প্রাক্তন প্রধান, এক তৃতীয়াংশ জয়ী প্রার্থী না থাকায় বন্ধ হল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর ১ গ্রাম পঞ্চায়েতের। জানা যায় অজবনগর এক গ্রাম পঞ্চায়েতের মোট ১৬ টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ১১ টি এবং বিজেপি পেয়েছে পাঁচটি আসন। দলের নির্দেশে আজ ছিল বোর্ড গঠন। তৃণমূল সূত্রে খবর তৃণমূলের জয়ী প্রার্থী রিনা ধাড়া প্রধান উপপ্রধান গোপাল মাইতির নাম আছে রাজ্য থেকে। এতেই বেঁকে বসেন প্রাক্তন প্রধান রাজকুমার দাস, রাজকুমার দাসের দাবি তাকে উপপ্রধান করতে হবে তাই দলের নির্দেশ অমান্য করে ৫ জয়ী প্রার্থী সহ তিনি অর্থাৎ তিনিও এই নির্বাচনে জয়ী প্রার্থী মোট ছয় জয়ী প্রার্থী গা ঢাকা দিয়েছেন।জয়ী ৬ প্রার্থী না থাকার ফলেই স্থগিত হল অজবনগর এক গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। আর এই ঘটনাকে নিয়েই তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ তুলছেন বিরোধীরা,ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জন্যই বন্ধ হল বোর্ড গঠন।

Published on: Aug 10, 2023 08:00 PM