Panchayat Election 2023: লাল উৎসবে পড়ল বোমা!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 12, 2023 | 3:27 PM

সিপিএমের বিজয় মিছিল ঘিরে উত্তেজনা পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। পড়ল বোমা। চলল গুলি বলেই অভিযোগ। ভাঙল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়।

সিপিএমের বিজয় মিছিল ঘিরে উত্তেজনা পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। পড়ল বোমা। চলল গুলি বলেই অভিযোগ। ভাঙল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। বোমার আঘাতে আহত মহিলা। ভগবানপুর এক ব্লকের বেঁউদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ভীমচক বুথের ঘটনা। সিপিএম প্রার্থী সেক মনিরুল ইসলাম। নিকটতম প্রার্থী তৃণমূল কংগ্রেসের সেক ইনজামুল কে ২৪০ ভোটে পরাজিত করে। সেই আনন্দে গতকাল সন্ধ্যায় গান্ধী রোডে বিজয় মিছিল বের করে সিপিএম। আর সেই মিছিল থেকে আবির উড়ে এসে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পড়ার অভিযোগ তোলে তৃণমূল।
এই নিয়ে দু পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। তৈরি হয় উত্তেজন। শেষ পর্যন্ত একের পর এক বোম পড়ে এগরা বাজকুল রাজ্য সড়কের গান্ধীরোডে।
ঘটনায় সাবেরা বিবি নামের এক মহিলা আক্রান্ত হয়েছেন। তার অভিযোগ , শুধু বোম পড়েনি। গুলিও চলেছে। ভগবানপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহত মহিলাকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলেই জানা যাচ্ছে। যদিও প্রশানের পক্ষে এই সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। আর ঘাসফুল শিবিরের দিকে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ও উল্টে গন্ডগোলের প্ররোচনা বামেদের থেকেই এসেছে বলে দাবি তৃণমূলের।