EMI for Mangoes: ইএমআইয়ে পাবেন আলফানসো আম!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Apr 11, 2023 | 5:32 PM

বাড়ি, গাড়ির জন্য ‘ইএমআই’ হয় কিন্তু EMI এ আম? শুনেছেন কখনও? পুণের এক আম বিক্রেতার সৌজন্যে এবার তাও দেখল দেশ।

বাড়ি, গাড়ির জন্য ‘ইএমআই’ হয় কিন্তু EMI এ আম? শুনেছেন কখনও ? পুণের এক আম বিক্রেতার সৌজন্যে এবার তাও দেখল দেশ। আম কিনতে পকেটে টান পড়লে মাসিক কিস্তিতে টাকা শোধের সুযোগ দিচ্ছেন তিনি। অসামান্য স্বাদের জন্য দেশজোড়া খ্যাতি আলফানসো আমের। এবার চাইলে ইএমআইয়ে কিনতে পারেন আলফানসো আম । সুযোগ দিচ্ছেন পুণের এক ব্যবসায়ী গৌরব সানাস । মহারাষ্ট্রের দেবগড় ও রত্নগিরিতে আলফানসোর চাষ হয়। আমের উৎপাদন খুব কম তাই দাম চড়া জোগানেরও টানাটানি । এক ডজন আলফানসোর দাম বাজারে ৮০০ থেকে ১৩০০ টাকা। স্বাভাবিকভাবেই অধিকাংশ সময় এই আম মধ্যবিত্তের নাগালের বাইরে। গৌরব চান, সারা দেশের মানুষ যেন এই আমের স্বাদ পান। তাই ইলেক্ট্রনিক্স জিনিসের মতো আমেও EMI-এর সুযোগ দিচ্ছেন তিনি। গৌরব জানান, বিক্রি শুরু হতেই আলফানসোর দাম অনেকটা বেড়ে গেছে। সনস অব গুরুকৃপা ট্রেডার্স অ্যান্ড ফ্রুট প্রোডাক্টসের গৌরবের দাবি, তারাই দেশের মধ্যে প্রথম EMI এ ফল বিক্রি করছেন। ইএমআইয়ে যেভাবে কেউ ফোন বা অন্য জিনিস কেনেন, ঠিক সেভাবেই কিনতে পারবেন আম। থাকতে হবে ক্রেডিট কার্ড। ক্রয়মূল্য ৩, ৬ বা ১২ মাসের কিস্তিতে ভাগ হবে। কমপক্ষে ৫ হাজার টাকার আলফানসো আম কিনলে মিলবে এই সুবিধা। ইতিমধ্যে ৪ জন ইএমআইয়ে আম কিনেও ফেলেছেন।