Amitabh Bachchan: ‘একে একে সবাই চলে যাচ্ছেন’, হতাশায় ডুবে অমিতাভ বচ্চন
গতকাল ২০শে এপ্রিল শেষ নিঃশ্বাস ত্য়াগ করেছেন যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া । তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। ছেলে অমিতাভ ও পুত্রবধূ ঐশ্বর্যাকে নিয়ে চোপড়া সাহেবের বাড়িতে যান বিগ বি। সেখান থেকে ফিরেই ভারাক্রান্ত মনে ব্লগে অমিতাভ লেখেন, “একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছে।”
শোকস্তব্ধ অমিতাভ
গতকাল ২০শে এপ্রিল শেষ নিঃশ্বাস ত্য়াগ করেছেন যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া । তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। ছেলে অমিতাভ ও পুত্রবধূ ঐশ্বর্যাকে নিয়ে চোপড়া সাহেবের বাড়িতে যান বিগ বি। সেখান থেকে ফিরেই ভারাক্রান্ত মনে ব্লগে অমিতাভ লেখেন, “একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছে।”
বলিউডকে বিঁধলেন প্রিয়াঙ্কা
খুব শিঘ্রই আমাজ়ন প্রাইমে মুক্তি পেতে তাঁর ওয়েব সিরিজ় দ্য রশো ব্রাদার্স প্রযোজিত ‘সিটাডেল।’ সম্প্রতি লন্ডন প্রিমিয়ারে গিয়েছেন অভিনেত্রী। সেখানেই বলিউডকে বিঁধলেন প্রিয়ঙ্কা। বললেন,“ভারতে সহঅভিনেতার সমান পারিশ্রমিক পেতাম না।”
ফের ট্রোলড দিশা
আসন্ন ছবির শুটিং-এর জন্য এই মুহূর্তে বেনারসে রয়েছেন দিশা। শুটিংয়ের ফাঁকে কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে গিয়েছিলেন। পরনে ছিল কালো জিন্স ও ক্রপ টপ। গায়ে জড়িয়ে নিয়েছিলেন শাল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই চক্ষু চড়ক গাছ নেটনাগরিকদের অনেকেরই। শালের ভিতর দিয়ে শরীর দেখা যেতেই শুরু হয় বিতর্ক।
হাত জোড় বিগ বি-র
হঠাৎই টুইটার থেকে ব্লু টিক হারালেন বলিউডের বাদশা শাহরুখ খান, প্রিয়ঙ্কা চোপড়াসহ অমিতাভ বচ্চনরা। টুইটার প্রিমিয়ামের টাকা না দেওয়ার জন্যই এই পদক্ষেপ করেছে টুইটার কর্তৃপক্ষ, এমনই জানা যাচ্ছে। ব্লুটিক ফিরে পাওয়ার জন্য হাত জোড় করছেন স্বয়ং বিগ বি। টুইটারে বিগ বি লিখেছেন, “টাকা তো দিয়ে দিয়েছি। এবার দয়া করে ব্লুটিক টা ফিরিয়ে দাও ভাই। নইলে মানুষজন বুঝতেই পারবেন না এটা আমি।”
অবশেষে রায়দান
প্রায় দশ বছরের অপেক্ষা। অবশেষে বলিউড অভিনেত্রী জিয়া খান আত্মহত্যা মামলায় রায় ঘোষণা করতে চলেছে আদালত। বিশেষ সিবিআই আদালত এই মামলায় রায় জানাবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার সিবিআই-এর বিচারক এএস সইদ দু’পক্ষের অভিযোগ এবং পাল্টা প্রশ্ন শুনেছেন। তিনি আগামী ২৮ এপ্রিল এই মামলার রায় ঘোষণা করবেন।
মুক্তির দিনেই সর্বনাশ!
ইদের মরসুমে সিনেমা হলে মুক্তি পেয়েছে সলমন খানের ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’। কিন্তু মুক্তি পেতেই ওই ছবি ফাঁস হয়ে গেল অনলাইনে। অনৈতিকভাবে তা ছড়িয়ে পড়ল বিভিন্ন পাইরেটেড ওয়েবসাইটে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, শুধু অনলাইন স্ট্রিমিংই নয়, ওই ছবি নাকি ডাউনলোডও করা যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। তবে সেই সব প্রিন্টের গুণগত মান যে খুবই খারাপ, তা বলাই বাহুল্য।
ক্যামেরার সামনেই পোশাক পরলেন রাখি!
রাখি সাওয়ান্ত মানেই বিতর্ক। এবার নতুন বিতর্কে জড়ালেন রাখি সাওয়ান্ত। গাড়ির মধ্যে একগুচ্ছ ক্যামেরার সামনেই পোশাক পরলেন রাখি। যা দেখে ভক্তদের কাতর অনুরোধ, “এভাবে ইসলাম ধর্মকে আর ছোট করবেন না।” রাখি যদিও নিরুত্তাপ। ট্রোলিংকে তিনি কবেই বা পাত্তা দিয়েছেন?
এক টাকায় সিনেমা?
মাসের শেষে পকেট গড়ের মাঠ। অথচ সিনেমা দেখার ইচ্ছে ষোলোআনা। প্রিয় মানুষটিকে নিয়ে প্রেক্ষাগৃহের এসিতে কাটাতে চাইছেন কিছুটা একান্ত সময়? পিভিআর আইনক্স, আপনার জন্য নিয়ে এসেছে দারুন এক সুযোগ। যার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র এক টাকা। এক টাকা দিলেই আধ ঘণ্টার জন্য আপনি সিনেমা হলে দেখতে পারবেন ১০টি নতুন ছবির টাটকা ট্রেলার।
প্রবীরের প্রেম নিয়ে মুখ খুললেন প্রাক্তন
গীতশ্রী রায়ের সঙ্গে প্রেম করছেন ফুটবলার প্রবীর দাস। প্রবীরের প্রাক্তন স্ত্রী তনুশ্রী তাঁর বিরুদ্ধে এনেছিলেন বধূ নির্যাতনের মামলা। প্রাক্তন স্বামীর নতুন প্রেম নিয়ে টিভিনাইন বাংলাকে তিনি বললেন, “আমি ওই পর্বটা থেকেই বেরিয়ে এসেছি। ও যে নতুন সম্পর্কে আছে সেটা আমি জানি। আমায় একজন বলেছিল। কিন্তু ওকে নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। জীবনে এগিয়ে যেতে চাই। অনেক, অনেক স্ট্রাগল করেছি।”