Panchayat Election 2023: নির্দল প্রার্থী হয়েও তৃণমূলেই!
তৃণমূলের স্থানীয় নেতারাও তাঁকেই সমর্থন করছেন। দিব্যি প্রচার চলছে তৃণমূলপন্থী আম প্রার্থীর। সরাসরি প্রশ্নের মুখোমুখি আম প্রার্থী জিন্নাত মিনা বেগম। এই পাড়ায় ভোটের লড়াই হাড্ডাহাড্ডি। আই এস এফ। তৃণমূল এবং বিক্ষুব্ধ তৃণমূল।
হাওড়া আন্দুলের মাহিয়ারি পঞ্চায়েতে তৃণমূলের যিনি ছিলেন সেই জিন্নাত মিনা বেগম এবার টিকিট পাননি। তাই আম চিহ্ন নিয়ে নির্দল হয়ে দাঁড়িয়েছেন তিনি। তৃণমূলের নিয়ম অনুযায়ী তাঁর বহিষ্কার হয়ে যাওয়ার কথা। কোথায় বহিষ্কার! বরং বলছেন তৃণমূলের স্থানীয় নেতারাও তাঁকেই সমর্থন করছেন। দিব্যি প্রচার চলছে তৃণমূলপন্থী আম প্রার্থীর। সরাসরি প্রশ্নের মুখোমুখি আম প্রার্থী জিন্নাত মিনা বেগম। এই পাড়ায় ভোটের লড়াই হাড্ডাহাড্ডি। আই এস এফ। তৃণমূল এবং বিক্ষুব্ধ তৃণমূল। জিন্নাত মিনা বেগম বলেন, “যে প্রার্থীকে দাঁড় করানো হয়েছে তাঁকে কেউ পছন্দ করছেন না। আমাকেই সাপোর্ট করছেন সবাই। আশা করবো এবং আবেদন করবো যাতে সবাই ঠিক লোককেই ভোট দেন । ভুল লোককে নয়।” এদিকে এলাকায় গিয়ে দেখা গেলো আমে আমে ছয়লাপ চারিদিক। এই এলাকায় আই এস এফ ও প্রার্থী দিয়েছে।