Anil Kapoor LifeStyle: অনিল কাপুরের যৌবনের রহস্য

Anil Kapoor LifeStyle: অনিল কাপুরের যৌবনের রহস্য

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 21, 2023 | 4:14 PM

অনিল কাপুর যেন চির যুবক। অনিল কাপুরের বয়স ৬৬, কিন্তু তাঁকে দেখলে বোঝা যায় না। কোন রহস্যে যৌবন ধরে রেখেছেন অনিল? কী এমন লাইফ স্টাইল তাঁর যার ফলে গত ১৫ বছর অনিল কাপুরের বয়স যেন থমকে আছে। কড়া অনুশাসনে নিজেকে বেঁধে রাখেন অনিল কাপুর। নিয়মিত ঘড়ি ধরে নিয়ম করে অনিল কাপুর করেন শরীরচর্চা।

অনিল কাপুর যেন চির যুবক। অনিল কাপুরের বয়স ৬৬, কিন্তু তাঁকে দেখলে বোঝা যায় না। কোন রহস্যে যৌবন ধরে রেখেছেন অনিল? কী এমন লাইফ স্টাইল তাঁর যার ফলে গত ১৫ বছর অনিল কাপুরের বয়স যেন থমকে আছে। কড়া অনুশাসনে নিজেকে বেঁধে রাখেন অনিল কাপুর। নিয়মিত ঘড়ি ধরে নিয়ম করে অনিল কাপুর করেন শরীরচর্চা।

অনিল কাপুরের ট্রেনার যা যা বলেন তিনি অক্ষরে অক্ষরে তাইই করেন। জিম, যোগা থেকে শুরু করে বিভিন্ন ফিটনেস অ্যাকটিভিটি অনিল কাপুরের রোজকার রুটিন। খাবারের বিষয়ে খুবই খুঁতখুঁতে অনিল কাপুর। তেল মশলা বিহীন খাবার খান অনিল কাপুর। অনিল কাপুর বাইরের খাবার খাওয়া ছেড়েছেন দীর্ঘদিন। অনিল কাপুর বলছেন ক্যামেরার সামনে আসতে হলে ফিটনেস ভীষণ জরুরী। গত ৪০ বছর ধরে বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন অনিল কাপুর।