Anubrata Mondal News: গরু পাচারের কালো টাকা সাদা হত কীভাবে? কেষ্ট-সারথিও কালপ্রিট?
Anubrata Mondal: এবার আতসকাচের তলায় অনুব্রতর গাড়ির চালক। সূত্রের খবর, একাধিক বাড়ি রয়েছে অনুব্রতর গাড়ি চালকের নামে।
বীরভূম: চালকল, পেট্রোল পাম্প থেকে বেআইনি সম্পত্তি- গরু পাচারের কালো টাকা সাদা করার একাধিক ফন্দির খোঁজ ইতিমধ্যেই খুঁজে পেয়েছে সিবিআই। আর তাই নেতার সৌজন্যে কোটিপতি হয়েছেন বহু কেষ্ট-ঘনিষ্ঠই, খবর তদন্তকারী সংস্থা সূত্রে। তালিকায় এবার নতুন সংযোজন। হদিশ মিলল কোটিপতি গাড়ির চালকের! বছর দশেক অনুব্রত মণ্ডলের গাড়ির চালকের কাজ করেছেন আনারুল শেখ। বোলপুরের গুরুপল্লির অভিজাত এলাকায় ঝাঁ চকচকে দোতলা বাড়ি গাড়ি চালকের।
ইতিপূর্বে কোটিপতি এবং ‘বেহিসেবি’ সম্পত্তির জেরে তদন্তকারীদের রাডারে আসেন কেষ্টর দেহরক্ষী সায়গল হোসেন। এবার আতসকাচের তলায় অনুব্রতর গাড়ির চালক। সূত্রের খবর, একাধিক বাড়ি রয়েছে অনুব্রতর গাড়ি চালকের নামে। এই আনারুলের গ্রামের বাড়িতেও নাকি রয়েছে আরও জমি। কেষ্টর থেকে কত টাকা মাইনে পেতেন আনারুল? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
বোলপুর থেকে দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। গ্রামে জাহানারা বিবির দুই সন্তান। জানে আলম রাজমিস্ত্রি, অপর ছেলে আনারুল শেখ অনুব্রত মণ্ডলের গাড়ির চালক। সেই চালকের স্ত্রীর নামে কেনা হয়েছে এক বিঘারও বেশি জমি! এই জমির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। অনুব্রতর কালো টাকাতেই ফুলে ফেঁপে উঠেছেন আনারুল? উঠছে প্রশ্ন।