Birbhum Toll Plaza: ১.৫ কোটি টাকায় টোলের টেন্ডার, কে দিল টাকা? কোথায় কাগজ?

Aug 29, 2022 | 10:48 PM

Birbhum News: টোল দুর্নীতিতে TV9 বাংলার অন্তর্তদন্ত, আর এখানেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

বীরভূম: অনুব্রত গ্রেফতার হওয়ার পর থেকেই বীরভূম জুড়ে সামনে আসছে একের পর এক ‘বেআইনি’ টোল। বোলপুরের পর এবার দুবরাজপুর। টোলেই ‘তোলাবাজি’! বছরের পর বছর ধরে একই ব্যক্তির হাতে টেন্ডারের বরাত। ২০১৬ সাল থেকে দুবরাজপুর পুরসভায় হয়নি ই-টেন্ডার। দায় এড়াচ্ছেন বর্তমান চেয়ারম্যান পীযুষ পাণ্ডে।

১.৩৩ কোটির টেন্ডার, আর কোথা থেকে এত টাকা এল তা জানেনই না টেন্ডার প্রাপ্ত মায়াচাঁদ হাজরা। টেন্ডার পেলেও মায়াচাঁদের হাতে নেই সরকারি কাগজ! তাহলে টাকার উৎস কী? বীরভূমের দুবরাজপুরের পাঁচটি টোল থেকে বছরে কোটি কোটি টাকা আয়। ই-টেন্ডার ছাড়াই বরাত নবীকরণ কীভাবে? উঠছে প্রশ্ন।

টোল দুর্নীতিতে TV9 বাংলার অন্তর্তদন্ত, আর এখানেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যার নামে ‘লিজ’, তার বাড়ির লোকই জানে না যে টোলের বরাতপ্রাপ্ত পরিবারেরই একজন! বরাত পেতে যে ১.৩৩ কোটি দিতে হয়, তা তাঁর হয়ে দিল কে? জানেনই না মায়াচাঁদ! টোলের কর্মীদের কাছে খোঁজ নিলে প্রশ্ন এড়িয়ে যান কর্মীরা। “টেন্ডার করে পেয়েছিলাম। পুরসভায় কাগজ আছে, আমার কাছে নেই”, জানালেন মায়াচাঁদ।

Published on: Aug 29, 2022 10:45 PM